বাজারে মধ্যেই মহিলাদের সাথে অশ্লীল আচরণ পুলিশ কর্মীর, ভাইরাল ভিডিওতে নিন্দার ঝড়

viral video : সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই পুলিশ কর্মীদের নানান ভিডিও ভাইরাল হয়। কর্তব্য ও বীরত্বের জন্য যেমন পুলিশের বিভিন্ন ভিডিও ভাইরাল হয় তেমনই ঘুষ নেওয়া সহ নানান খারাপ কাজ করার জন্যও ভাইরাল হন বিভিন্ন পুলিশ কর্মী। এবার এক পুলিশ কর্মীর মদ্যপ অবস্থায় বাজারে মহিলাদের সাথে অশ্লীল আচরণের ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

IMG 20201221 180559

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ঐ পুলিশ কর্মী এতটাই মদ্যপ যে সে নিজের বাইকটিও সামলাতে পারছে না। এর পরে, মাতাল পুলিশটি রাস্তায় হাঁটতে থাকে, এই সময় সে অশ্লীল আচরণ শুরু করে। এক মহিলা রিকশায় যাচ্ছিল ওই মহিলাকে বাজারের মধ্যেই শ্লীলতাহানি শুরু করেন তিনি। এমনকি সহনাগরিকদের পিছন থেকে অপমান করা শুরু করে। সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল ভিডিও।

এর আগে অন্য একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন সবুজ পোশাক পরিহিতা মহিলা স্কুটিতে বসে আছেন, তাঁর সঙ্গী পাশে দাঁড়িয়ে আছেন। একজন মহিলা ট্র্যাফিক পুলিশ তার অন্য পাশে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় মহিলা ট্রাফিক পুলিশে যান এবং তার সাথে খুব তাড়াতাড়ি কিছু কথা বলে নেন।

তারপরে মহিলাটি তার পকেট থেকে নোট বের করে এবং সাবধানে ট্র্যাফিক পুলিশের পকেটে ঢুকিয়ে দেয়। এর পরে, পুলিশ মহিলাদের সেখান থেকে যাওয়ার অনুমতি দেয়। দুই মহিলা মাস্ক পরেছিলেন, ট্র্যাফিক পুলিশকর্মীকেও তার মুখ এবং নাকের চারপাশে একটি কাপড় পরা অবস্থায় দেখা যায়। ভিডিওটি কখন কোথায় ক্যামেরাবন্দী করা হয়েছে তা অবশ্য জানা যায় নি। জানা যায়নি ঐ মহিলা ট্রাফিক পুলিশ কর্মীর পরিচয়ও।

 

সম্পর্কিত খবর