মমতার সরকারের আমলে বেড়েছে বাংলার জিডিপি, শিল্পবৃদ্ধিতে পাঁচে রাজ্য : শাহের দাবি নস্যাৎ করে সৌগত দিলেন পরিসংখ্যান

রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata Banerjee) সরকারের অক্ষমতা নিয়ে তোপ দেগেছিলেন অমিত শাহ (amit Shah)। এবার তার উত্তর দিতে গিয়ে সৌগত রায় (sougata roy) দাবি করলেন, গত দশ বছরে বেড়েছে বাংলার জিডিপি, শিল্পবৃদ্ধিতে পাঁচে রয়েছে রাজ্য।

sougata roy

শনিবারে মেদিনীপুরের সভার পর রবিবারে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য বোলপুরে রোড শো করেন মোদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এরপর সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে তিনি বাংলার অনুন্নয়ন নিয়ে তোপ দাগেন রাজ্যের শাসক দলকে।

অমিত শাহের দাবিকে মিথ্যে প্রমাণ করতে মরিয়া তৃণমূলও। সৌগত রায় এদিন জানান, শাহ ঠিক কথা বলছেন না৷ পাটশিল্পের যে দুরবস্থার কথা শাহ বলছেন তা ঠিক নয়। ৭ কোটি পাটের ব্যাগ কেনার অর্ডার দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, শিল্প বৃদ্ধিতে এই মুহুর্তে বাংলার স্থান পঞ্চম।

মমতা সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে সৌগত রায় জানান, রাজ্যে ১ হাজার ১১৮ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। গোটা ভারতে সবচেয়ে বেশি বেড বেড়েছে বাংলাতেই। নার্সের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫১%।

রাজ্যের শিক্ষায় উন্নতির খতিয়ান তুলে ধরে তিনি বলেন, এই মুহুর্তে রাজ্যের সমস্ত স্কুলেই পৌঁছে গিয়েছে বিদ্যুৎ। তৈরি হয়েছে তিরিশটি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলায় একর প্রতি বার্ষিক ৫ হাজার টাকা দেওয়া হয় কৃশকদের।

পাশাপাশি নারী নির্যাতন নিয়ে যোগী আদিত্যনাথ সরকারের সাথে তুলনা করে তিনি বলেন, উত্তর প্রদেশে নারী নির্যাতন বাড়লেও বাংলায় তা ২১ শতাংশ কমেছে। উন্নয়ন নিয়ে তার বক্তব্য ‘শিল্পখাতে গত দশ বছরে ৬০ শতাংশ বৃদ্ধি। মাথাপিছু আয়ের নিরিখে বাংলা এগিয়ে।’

 

সম্পর্কিত খবর