বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে ৮ দফায় হওয়া DDC Election এর পরিণাম আজ ঘোষণা হবে। ২৮০ টি আসনে ২১৭৮ জন প্রার্থী এই নির্বাচনে নিজেদের ভাগ্য পরীক্ষা করছে। সমস্ত জেলার হেডকোয়ার্টারে ভোট গণনা জারি আছে। ভোট গণনা কেন্দ্রের বাইরে ত্রিস্তরিয় কড়া সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। রাজ্য পুলিশ আর সেনার জওয়ানরা গণনা কেন্দ্রের বাইরে কড়া নজরদারি চালাচ্ছে। সংবেদনশীল কেন্দ্রের বাইরে কুইক অ্যাকশন টিম মোতায়েন করা হয়েছে।
Jammu and Kashmir: Counting of votes for 280 constituencies of District Development Council (DDC) underway at Sher-I Kashmir International Conference Centre in Srinagar.
Visuals of heavy security deployment outside the counting centre. pic.twitter.com/li1S54vJaI
— ANI (@ANI) December 22, 2020
আরেকদিকে, DDC Election এর পরিণাম ঘোষণার একদিন আগে সোমবার PDP প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দুজন ঘনিষ্ঠ আত্মীয় আর একজন প্রাক্তন মন্ত্রী সমেত ২০ জনের বেশি মানুষকে পুলিশ হেফাজতে নিয়েছে। মেহবুবা মুফতি ট্যুইট করে এই ঘটনাকে বেআইনি ঘোষণা করেছেন।
Jammu and Kashmir: Counting of votes for 280 constituencies of District Development Council (DDC) to begin shortly; visuals from outside the counting centre in Doda district. pic.twitter.com/zgMYT73wA4
— ANI (@ANI) December 22, 2020
প্রাথমিক পরিসংখ্যানে ২৮০ টি আসনের মধ্যে People’s Alliance for Gupkar Declaration ৮৯ টি আসনে। ভারতীয় জনতা পার্টি ৪৬ টি আসনে। জাতীয় কংগ্রেস ২১ টি আসনে, Jammu and Kashmir Apni Party ৮ টি আসনে আর অন্যান্যরা ৫৪ টি আসনে এগিয়ে আছে।