লাল শাড়িতে যেন চলকে পড়ছে লাবণ‍্য, শ্রাবন্তীর রূপের আগুনে পুড়ছে গোটা নেটপাড়া, ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের ‘মোস্ট গ্ল‍্যামারাস’ অভিনেত্রীদের মধ‍্যে অন‍্যতম শ্রাবন্তী চ‍্যাটার্জি (srabanti chatterjee)। একাধিক বার বসেছেন বিয়ের পিঁড়িতে। ছেলে অভিমন‍্যুও এখন তরুণ। কিন্তু শ্রাবন্তীর বয়স যেন বাড়ার বদলে উলটে কমছে! হালকা মেকআপেই অনুরাগীদের মাথা ঘুরিয়ে দেওয়ার জোগাড় করছেন অভিনেত্রী।

সম্প্রতি লাল স্বচ্ছ সিক‍্যুইনের শাড়ি ও কালো পিঠখোলা ব্লাউজে ধরা দিয়েছেন শ্রাবন্তী। সঙ্গে মানানসই হালকা মেকআপ ও মিষ্টি প্রাণখোলা হাসি। এতেই মাত নেটজনতা। এই বেশেই পরপর কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এছাড়া হালকা ভায়োলেট ও কালো টপেও ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। সবকটি ছবিই তুমুল ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

Screenshot 2020 12 23 18 29 33 566 com.instagram.android
এই মুহূর্তে নিজের কেরিয়ার, নতুন জিম ও পরিবারকে নিয়ে চরম ব‍্যস্ত রয়েছেন শ্রাবন্তী। এরই মাঝে জীবনের ‘বিশেষ’ মানুষদের সঙ্গে ছবি শেয়ার করেন শ্রাবন্তী। আসলে এরা সকলেই তাঁর ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। তিন বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী জানান তাঁদের সত‍্যিই ভালবাসেন তিনি।

https://www.instagram.com/p/CJIsPqxhWFy/?igshid=avvqvv116czw

সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় নিজের অনুরাগীদের জিম ঘুরিয়ে দেখান শ্রাবন্তী। সেই ভিডিও ও নিজের ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। শুধু তাই নয়, নিজের একটি সেলফি ও কম বয়সের একটি পুরনো ছবিও ইনস্টা স্টোরিতে শেয়ার করেন তিনি। ছবিতে দুটো বিনুনি বাঁধা অবস্থায় দেখা গিয়েছে শ্রাবন্তীকে। বন্ধুদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন তিনি। অভিনেত্রী ক‍্যাপশনে লেখেন, বন্ধুরা সবসময়ের জন‍্য।

Screenshot 2020 12 23 18 36 50 311 com.instagram.android
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেল থেকে সব রোশনের সব ছবি মুছে দিয়েছিলেন শ্রাবন্তী। কিছুদিন আগে হ‍্যান্ডেলে নিজের নামের পাশে সিং পদবীটাও সরিয়ে ফেলেন তিনি। যদিও ‘সুপারস্টার পরিবার’ রিয়েলিটি শোতে ক‍্যামেরার সামনে তাঁর সিঁথিতে সিঁদুর ঠিকই রয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর