বাংলার সংস্কৃতি নষ্ট করছে বিজেপি, অপমান করেছে রবীন্দ্রনাথ ঠাকুরকেও- প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল

বাংলাহান্ট ডেস্কঃ অপমানিত হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore), তাঁকে অপমান করেছে বিজেপি (Bharatiya Janata Party)। জাতীয় সঙ্গীত বদলানোর আর্জি জানিয়েছে বিজেপি নেতা, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটে সম্পর্কে জানে না বিজেপি, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে বুধবার রাস্তায় নামল তৃণমূল।

গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত এই দীর্ঘ মিছিলে অংশগ্রহণ করেছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন। এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তৃণমূলের মহিলা বাহিনীর এই মিছিলের মধ্যে দিয়েই বিজেপির প্রতি প্রতিবাদী বিক্ষোভ প্রদর্শন আরো জোরালো হয়ে উঠল।

fgsfgsgfsuyfgu

সম্প্রতি দুদিনের বাংলা সফরে এসে অমিত শাহ বোলপুরে শান্তিনিকেতনে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন। এমনকি নিজের অভিজ্ঞতার কথা শান্তিনিকেতনের ভিজিটর্সবুকেও লিখেছিলেন। কিন্তু সেখানে গিয়ে অমিত শাহের প্রচারের কারণে বিজেপির কাটআউটে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি থাকায় বিতর্কের সৃষ্টি হয়েছিল। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মন্তব্য ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়েছিল।

তাই তৃণমূলের পক্ষ থেকে দাবী জানানো হয়েছে, বিজেপি বাংলার ইতিহাস না জেনেই বাংলার কৃষ্টি-সংস্কৃতিকে অপমান করছে। সেইসঙ্গে অপমান করছে বাংলার মনীষীদের। সেই কারণেই তারা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন।

এই প্রতিবাদী মিছিল থেকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘কেন্দ্র থেকে যেসব জনবিরোধী পরিকল্পনা গৃহীত হচ্ছে, তাতে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। একদিকে যেমন কৃষি বিলের প্রতিবাদে সামিল হয়েছেন কৃষকরা, গ্যাসের দাম বৃদ্ধিরও প্রতিবাদ চলছে, তেমনি বাংলা মনীষীদের অপমান করা- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটে সম্পর্কে অজ্ঞাত এবং জাতীয় সঙ্গীত বদলে ফেলার প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। তাই বাংলার মাটি, বাংলার জল- এই ব্যাপারটা মেয়েদের মধ্যে বেশি থাকায় আজকে আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর