‘আঁচলটা ওরকম ভাবে সরিয়ে…’, ফের চাঁচাছোলা মমতা, নাম না করেই তোপ স্বস্তিকাকেও

বাংলা হান্ট ডেস্ক: বেশ কিছু সময় আগেই বেশ বড় বিতর্কে জড়িয়ে পড়েন বিখ্যাত বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্কর (Mamata Shankar)। শাড়ির আঁচল নামিয়ে পরা মেয়েদের কটাক্ষ করে তিনি বলেন, ‘রাস্তার মেয়ে’, ‘ল্যাম্পপোস্টের নীচে দাঁড়ানো মেয়ে’-র মতো কিছু শব্দ। বেশ এতেই যেন ফুঁসে ওঠে নেটপাড়ার ফেমিনিস্টগণ। তারা শুরু করে দেন ক্রমাগত ট্রোলিং। স্বস্তিকা মুখোপাধ্যায় বেশ দুকথা শুনিয়ে দেন। সম্প্রতি সেই নিয়ে আবারও মুখ খোলেন মমতা।

এক সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় মমতা শঙ্কর বলেন, ‘কেউ শুনলই না ভালো করে আমি কি বলেছি। আমি মান্ধাতা আমলের নই। আমি অত্যন্ত মডার্ন। কিন্তু আমার মনে হয় নিজের ডিগনিটিও রাখা উচিত। আমার মনে আছি আমি আর আমার বউদি তনুশ্রী, তখন আমার বয়স ১৫, আমেরিকান কনসুলেটের প্রোগ্রামে যেতাম খুব। সেখানে অভিনেত্রী জয়শ্রী রায় আসতেন। উনি শাড়ি পরতেন, ব্লাউজ ছাড়া। ভিতরে না পরতেন কোনও সায়া বা অন্তর্বাস। ওঁকে কিন্তু দেখে কখনও খারাপ লাগেনি। আচলটা কোনওদিন এক ফোঁটা সরত না। এত গ্রেসফুল ছিলেন মহিলা।’

এছাড়া তিনি মুখ খোলেন ভারতীয় পোশাকের বৈচিত্র্য নিয়ে। তার কথায়, আমাদের ভারতবর্ষের পোশাক কম আধুনিক নয়। তিনি মনে করিয়ে দেন সাওতাঁল এলাকার পোশাক হোক কি নাগালান্ডের মেয়েদের পোশাক হোক, সর্বত্রই আধুনিক এবং বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এছাড়া মৃগয়াতে কেমন পোশাক ছিল তাও মনে করেন তিনি। নিজের বাবা মার কথা টেনে বলেন, ‘আমার মা-বাবা কিন্তু কোনওদিন এই নিয়ে একটা কিছু কথা বলেননি। তাঁরা বেশ প্রাচীণপন্থী ছিলেন। সেই ট্রাইবটার প্রতি সম্মান দিয়ে আমার ওই পোশাক ছিল। নিজেকে জাহির করার জন্য নয়।’

আরও পড়ুন: মিলল না আমেঠির টিকিট, জামাইবাবুতে আস্থা নেই রাহুলের? ফেসবুকে বিস্ফোরক রবার্ট বঢরা

 

একইসাথে শাড়ির সাথে কথা উঠে ব্লাউজ নিয়ে। সেখানে মমতা শঙ্কর বলেন, ‘আঁচল অনেকভাবে নেওয়া যায়। কিন্তু ব্লাউজটা! আমি খুব ভালো একটা সাক্ষাৎকার পড়েছিলাম, যেখানে লেখা ছিল আঁচল নয়, ব্লাউজের জন্য এবং অন্তর্বাস এর জন্য অনেকটা দোষি। আমি যদি একটা ডিজাইনার ব্লাউজ পরি, আমার পিঠটা আছে তো ডিজাইনারের কাছে ডিজাইন করার জন্য। আর যদি মনে করলাম কোনও ব্লাউজের সামনে অনেক কাজ আছে। আমরা শাড়ির আঁচলটা সামনে থেকে নিতে পারি। সেরকম মানানসইভাবে পরলে, কেন খারাপ লাগবে।’

আরও পড়ুন:নুপূর শর্মা সহ একাধিক হিন্দুত্ববাদীকে হত্যার ছক! গ্রেফতার মৌলবীর মোবাইলে বিরাট রহস্য

এছাড়া তিনি শারীরিক গঠনের কথাও তুলে ধরেন। তার কথায়, বাইরে কিছু দরকারে বেরোতে হলে ব্লাউজ পরতে হয়নি তাকে। তিনি আরো বলেন, দেশে নানান পোশাক রয়েছে যেগুলো বেশ রিভিলিং, কিন্তু খারাপ লাগে না। উদাহরণ স্বরূপ নাগা মেয়েদের পোশাকের দিকেই দেখুন না। এছাড়া আগেকার দিনের দেব-দেবীদের মূর্তিগুলো সম্পর্কেও বলেন তিনি।

উল্লেখ্য, বিতর্কের পর মমতা শঙ্করকে নিয়ে পোস্ট করেন স্বস্তিকা। তিনি তার পোস্টে সেখান ল্যাম্প পোস্টের নিচে শাড়ি পরে দাঁড়িয়ে থাকা এক নারীকে। সেখানে দেখা যাচ্ছে মহিলাটির বক্ষবিভাজিকা উন্মুক্ত রয়েছে। ছবিটি পোস্ট করে স্বস্তিকা লেখেন, ‘আমিও এরকম একটা ছবি তুলব, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো খারাপ মেয়েগুলোকে উৎসর্গ করে। শাড়ির আঁচলেই কিনা সব সম্মান লুকিয়ে আছে যদি ওরাও জানত। আমার বন্ধু ফটোগ্রাফাররা একটু হাত খালি হলে জানিও।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর