গরুপাচার মামলায় দীর্ঘদিন জেলবন্দি! কবে ছাড়া পাবেন কেষ্ট? ভোটের মাঝেই ‘সুখবর’ দিলেন মমতা!

বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে নিয়েই এবার বিরাট কথা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোট মিটলেই ছেড়ে দেওয়া হতে পারে কেষ্টকে, রবিবার লাভপুরের সভা থেকে এমনটাই দাবি করেন তিনি।

আজ ‘কেষ্ট গড়’ বীরভূমের (Birbhum) লাভপুরে সভা করেছেন তৃণমূল নেত্রী। নির্বাচনী প্রচারের সেই সভা থেকে ফের একবার অনুব্রতকে নিয়ে মুখ খোলেন মমতা। তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, ‘কেষ্টকে কেন ধরে রাখা হয়েছে? নির্বাচনের জন্য। ওঁকে বলেছে, তুমি বিজেপি করবে না। বিজেপিকে মদত করে দাও। তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে’।

এখানেই না থেমে মুখ্যমন্ত্রী বলেন, ‘দেখবেন বীরভূমের নির্বাচন হয়ে গেলেই, ও ছাড়া পেয়ে যাবে’। ভোটের মুখে মমতার এহেন দাবি নিয়ে শুরু হয়েছে চর্চা। সত্যি সত্যিই কি ভোটের (Lok Sabha Election 2024) পর ছাড়া পেয়ে যাবেন অনুব্রত? সঠিক সময়েই মিলবে সেই উত্তর।

আরও পড়ুনঃ তীব্র গরমে লোডশেডিং-লো ভোল্টেজ! এবার বিরাট উদ্যোগ নিলেন মেয়র ফিরহাদ

উল্লেখ্য, গরু পাচার মামলায় বিগত প্রায় দু’বছর ধরে জেলবন্দি অনুব্রত। ২০২২ সালের আগস্ট মাসে নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করেছিলেন কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। এরপর তাঁকে আসানসোলের সংশোধনাগারে রাখা হয়। এরপর কেষ্টর ঠিকানা হয় তিহাড় জেল। অনুব্রত-কন্যা সুকন্যাও বর্তমানে সেখানেই রয়েছেন।

এদিকে অনুব্রত-হীন বীরভূমে এবার লোকসভা নির্বাচন হতে চলেছে। অতীতে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনের সকল কাজ তদারকির দায়িত্ব থাকতো কেষ্টর ওপর। তবে এবার তিনি জেলবন্দি। কেষ্ট-হীন বীরভূমে তৃণমূলকে জিততে বেশ বেগ হবে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।

Mamata Banerjee Anubrata Mondal

কেষ্টর অবর্তমানে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাজকর্মের দেখাশোনা করছে দলের জেলা কোড় কমিটি। আগামী ১৩ মে চতুর্থ দফায় নির্বাচন রয়েছে বীরভূমের দুই কেন্দ্রে। তার আগে আজ ‘কেষ্ট গড়ে’ সভা করলেন তৃণমূল নেত্রী। সেখানে ফের তাঁর কথায় উঠে এল অনুব্রতর প্রসঙ্গ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর