একদিন মোহন ভাগবতকেও জঙ্গি বানিয়ে দেবেন নরেন্দ্র মোদী! তোপ রাহুল গান্ধীর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) কৃষি আইন নিয়ে আরও একবার মোদী সরকারকে নিশানা করেন। রাহুল গান্ধী রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে কৃষকদের সমস্যা নিয়ে কথা বলেন। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সাথে কথা বলার পর তিনি মিডিয়ার সাথে কথা বলার সময় বলেন, যারাই মোদী সরকারের বিরুদ্ধে কথা বলে, তাঁদেরই জঙ্গি বলা শুরু করে দেয়। রাহুল বলেন, কাল যদি সঙ্ঘ প্রধান মোহন ভাগবত এই আইনের বিরুদ্ধে হয়ে যান, তাহলে ওনাকেও জঙ্গি বলা হবে।

কৃষি আইন নিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যাওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপির তরফ থেকে কৃষক আন্দোলনে খালিস্তানি সমর্থকদের হাত থাকার অভিযোগের জবাবে বলেন, বিজেপি আর নরেন্দ্র মোদীর লক্ষ্য কৃষক আর মজদুররা বুঝে গিয়েছে। মোদী সরকারের লক্ষ্য হল নিজের বড়লোক বন্ধুদের সাহাজ্য করা। যেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়াবে, তার বিরুদ্ধেই উল্টোপাল্টা কথা বলে হয়।

রাহুল গান্ধী বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে, কৃষকরা ততদিন বাড়ি ফিরবে না, যতদিন না এই কৃষি আইন রদ হয়ে যাবে। সরকারের উচিৎ সংসদের সংযুক্ত অধিবেশন ডাকা আর এই আইনকে ফেরত নেওয়া। কৃষক আর মজদুরদের সাথে আছে বিরোধী দল গুলো।

সম্পর্কিত খবর

X