গাছ থেকে টাকার বৃষ্টি! মহা উৎসাহে কুড়াতে লাগল জনতা, আগুনের গতিতে ভাইরাল ভিডিও

viral video : গাছ থেকে বৃষ্টির মতো পড়ছে টাকা, আর তা মহা উৎসাহে কুড়াচ্ছে জনতা সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সীতাপুরে হঠাৎ একটি গাছ নোট পড়তে শুরু করে। গাছ থেকে টাকা সংগ্রহের জন্য ভিড় জমে যায় সেখানে। পড়া টাকার মধ্যেকিছু ছেঁড়া নোটও ।

IMG 20201224 153634
টাকার উৎস খুঁজতে যখন গাছে ওঠা হয় তখন দেখা যায় একটি ব্যাগ থেকে বানর টাকা কিছু ছিঁড়ছে এবং বাকি ফেলে দিচ্ছে। সীতাপুর কোতোয়ালি এলাকার বিকাশ ভবনের বাইরে দেখা গেল এই ঘটনা।

জানা যাচ্ছে, একজন প্রবীণ ব্যক্তি এখানে রেজিস্ট্রি করতে এসেছিলেন। তার ব্যাগে চার লক্ষ টাকা ছিল। একটি বানর হঠাৎ সেই ব্যাগটি ছিনিয়ে নিয়ে গাছের উপর উঠে পড়ে। সে নোটের বান্ডিলটি বের করে দাঁত দিয়ে ছিঁড়ে তা ফেলে দিচ্ছিল নীচে। নোটের বৃষ্টি দেখে লোকজনও তা সংগ্রহ করতে শুরু করে। কয়েক হাজার মানুশজ জড়ো হয়ে যায় মুহুর্তের মধ্যে।

বানর প্রায় ১০-১২ হাজার টাকার নোট ছিঁড়ে ফেলেছিল। কিছু লোক বানরের থেকে ব্যাগটি পেতে গাছটিতে ওঠার চেষ্টা করেছিল। বানর তাদের ভয় দেখানোর চেষ্টা করলে বানর তাদের ভয় দেখাতে শুরু করে । অনেক চেষ্টার পরে বানর ব্যাগটি ছেড়ে চলে যায়।

এর পরে লোকেরা লুটের টাকা প্রবীণদের কাছে ফিরিয়ে দেয়। এই ঘটনার পরে প্রবীণদের সমস্ত নোট পাওয়া গেল, কিন্তু যখন তাদের গণনা করা হয়েছিল, তখন প্রায় ১৩ হাজার টাকার নোট খারাপভাবে ছিঁড়ে গিয়েছিল। প্রবীণ জানিয়েছেন যে এর মধ্যে ৫০০ টাকার ২৬ টি নোট রয়েছে। এই বিষয়টি সারা দিন বিকাশ ভবনের রেজিস্ট্রি অফিসের বাইরে আলোচনা হয়।


সম্পর্কিত খবর