খ্রিস্টমাসের আগেই হাজির ‘স‍্যান্টাক্লজ’, ঝুলি ভর্তি উপহার নিয়ে মূক-বধিরদের স্কুলে ঋতাভরী

বাংলাহান্ট ডেস্ক: বাদ গেল না এই বছরও। প্রতি বছরের মতোই খ্রিস্টমাসের (christmas) আগের দিন ঝুলি ভর্তি উপহার নিয়ে মূক ও বধিরদের স্কুলে পৌঁছে গেলেন ঋতাভরী চক্রবর্তী (ritabhari chakrabarty)। মাস্ক পরেই একটা গোটা দিন হই হুল্লোড় করে কাটালেন বিশেষ ভাবে সক্ষম শিশুদের সঙ্গে।

বিধাননগরে আইডিয়াল স্কুল ফর দ‍্য ডেফ এর শিশুদের সঙ্গে প্রতি বছরই বড়দিন পালন করেন ঋতাভরী। এই বিশেষ দিনটা ওদের জন‍্যই তুলে রাখেন তিনি। কিছুদিন আগেও স্টেটাসে গত বছরের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, এ বছরে কি করা যায় সেই চিন্তাই করছেন তিনি।

Ritabhari Chakraborty 1
অবশেষে মাস্ক, স‍্যানিটাইজার নিয়েই তিনি পৌঁছে গেলেন শিশুদের মাঝে। সঙ্গে অবশ‍্য ছিল ঢালাও উপহার। পড়ুয়াদের সঙ্গে নিয়ে কাটলেন কেকও। হাসিমুখে সকলের সঙ্গে ক‍্যামেরার জন‍্য পোজ দিলেন ঋতাভরী। প্রতি বছরের মতো এবারেও স‍্যান্টাক্লজ হয়ে উঠলেন ঋতাভরী। সেই সব ছবি, ভিডিও এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CJK3CWnAlsC/?igshid=150cdm5e83pru

এর আগে হোলির দিনেও আইডিয়াল স্কুল অফ ডেফ স্কুলে পৌঁছে যান ঋতাভরী। সেখানে গিয়ে পড়ুয়াদের সঙ্গে জমিয়ে রঙ খেলেন অভিনেত্রী। গালে রঙ লাগিয়ে বাচ্চাদের সঙ্গে ছবিও তোলেন তিনি। সেইসব ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেন তিনি। ক‍্যাপশনে লেখেন, ‘দোলের অনেক অনেক শুভেচ্ছা। রঙিন হোক তোমাদের দিনগুলো।’

প্রসঙ্গত, ঋতাভরীর কেরিয়ারের শুরু টেলিভিশন ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’র মাধ্যমে। ওই একটা ধারাবাহিকই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অভিনয় দক্ষতা ছিলই। তার দোসর হয় অসাধারন সুন্দর ফিগার। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। তবে ধারাবাহিকে আর কাজ না করলেও পাড়ি দিয়েছেন বলিউডে। অভিনয় করেছেন একটি শর্ট ফিল্মে। পাশাপাশি বিজ্ঞাপনে মুখ দেখানো তো রয়েছেই।

Niranjana Nag

সম্পর্কিত খবর