বাংলাহান্ট ডেস্কঃ শীতের লম্বা ইনিংস খেলবে বলে এসেও, আবহাওয়া (weather) কেমন যেন মেজাজ হারিয়ে ফেলেছে। মাঝ ডিসেম্বরের পর থেকে বেশ কটা দিন তাপমাত্রার পারদ বেশ নেমেছিল। কিন্তু আবারও বর্ষশেষে তাপমাত্রার পারদ যেন সামান্য হলেও বেড়ে গিয়েছে। বড়দিনে শীতের আমেজ থাকলেও, সেই হাড়কাপানো ঠাণ্ডাটা নেই।
করোনা আবহের মধ্যেও নিয়ম বিধি মেনেই বড়দিনের সমস্ত প্রস্তুতি করা হয়েছে। এই উৎসবের মরশুমে ধীরে ধীরে গুটি গুটি পায়ে ঠাণ্ডাকে সঙ্গী করেই বেরিয়ে পড়েছে ভ্রমণ পিপাসু বাঙালি। ভ্রমণের নেশায় ঠাণ্ডার তীব্রতা যেন আরও কমে গিয়েছে সকলের কাছেই।
আজকের আবহাওয়া
শুক্রবার সকালে বেশ ঠাণ্ডা অনুভুত হচ্ছে। তাপমাত্রার পারদ কিছুটা চড়লেও, ঠাণ্ডার আমেজ কিন্তু বেশ রয়েছে। একদিকে বড়দিনের দিনের আনন্দে মাতোয়ারা সকলে, অন্যদিকে ঠাণ্ডার বেশ কামড়ও অনুভব করা যাচ্ছে। জাঁকিয়ে না হলেও, বেশ ভালোই ঠাণ্ডার প্রভাব পড়েছে। মানুষজন হালকা শীতবস্ত্র ছেড়ে গায়ে তুলে নিয়েছে ভারী মোটা শীতের পোশাক।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। আজকে আবার সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছুটা বেশি থাকলেও, সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় ২ ডিগ্রি কমে গিয়েছে। দিনের বেলায় খুব একটা ঠাণ্ডা অনুভূত না হলেও রাতের দিকে বেশ ঠাণ্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠাণ্ডার এই আমেজ চলবে সপ্তাহের শেষ অবধি এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।