পৃথিবী ভালবাসায় ভরে উঠুক, নিজের ছোট্ট ‘স‍্যান্টা’ কবীরকে কোলে নিয়ে বড়দিনের শুভেচ্ছা জানালেন কোয়েল

বাংলাহান্ট ডেস্ক: খ্রিস্টমাসে লাল টুপি লাল পোশাকে হাজির স‍্যান্টা (santa clause)। আর তার মিষ্টি হাসিতেই মাত নেটদুনিয়া। এই স‍্যান্টা হল কোয়েল মল্লিকের (koel mallick) ছোট্ট ছেলে কবীর। স‍্যান্টাক্লজের সাজে সেজে খিলখিল হাসিতেই সে মন জয় করে নিয়েছে সকলের।

খ্রিস্টমাস উপলক্ষে নিজের ছেলেকেই স‍্যান্টা ক্লজ সাজালেন কোয়েল। কবীরকে কোলে নিয়েও ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। খুদের মন ভোলানো।হাসিতে মজেছে নেটিজেনরা। কবীরকে মেরি খ্রিস্টমাস উইশ করেছেন শ্রাবন্তী চ‍্যাটার্জি, রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, মনামী ঘোষ, পার্নো মিত্র সহ আরো অনেকেই।

IMG 20201225 141634
এছাড়াও একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেন কোয়েল। সেখানে নিজের ছোটবেলায় খ্রিস্টমাসের আনন্দের কথা তুলে ধরেন অভিনেত্রী। তিনি জানান, ছোটবেলায় প্রতি বছর খ্রিস্টমাসের সময় মায়ের সঙ্গে নিউ মার্কেটে গিয়ে খ্রিস্টমাস ট্রি সাজানোর জিনিস কিনে আনতেন তিনি।

https://www.instagram.com/p/CJNfWCWBS7H/?igshid=1beruklssxlpi

কোয়েল আরো জানান, ছোটবেলায় তিনি জানতেন না স‍্যান্টা ক্লজ বলে আদৌ কেউ নেই। তিনি মায়ের কথা মতো রাতে প্রার্থনা করে, উপহার চেয়ে ঘুমিয়ে পড়তেন। পরদিন সকালে উঠে দেখতেন তাঁর রেখে দেওয়া মোজার মধ‍্যে ভর্তি হয়ে রয়েছে চকোলেট, ক‍্যান্ডি। পরে অবশ‍্য বড় হয়ে আসল স‍্যান্টার খোঁজ তিনি পান বলে জানান কোয়েল।

https://www.instagram.com/tv/CJNMi8Nhkn1/?igshid=1ow3v5m5ghzw3

প্রসঙ্গত, লকডাউনের মধ‍্যেই মাতৃত্বের স্বাদ উপভোগ করেছেন তিনি। তবে দীর্ঘ ৫ মাসে ছেলের ছবি বা নাম কোনোটাই প্রকাশ করেননি অভিনেত্রী। অবশেষে দূর্গাষ্টমীর শুভ মুহূর্তে ছেলের প্রথম ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন কোয়েল।

https://www.instagram.com/p/CJMNHPQBGxj/?igshid=1sed3uy1zff0n

কিছুদিন আগে ছেলে কবীরের ছবি সোশ‍্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন অভিনেত্রী। ছবিতে দেখা যায় ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কোয়েল। হলুদ পাঞ্জাবিতে খুবই মিষ্টি দেখাচ্ছিল ছোট্ট কবীরকে। মা ছেলের মিষ্টি ছবি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে যায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর