বেহুঁশ মহিলাকে পাহাড়ি রাস্তায় ৬ কিমি কাঁধে উঠিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাণ বাঁচালেন কনস্টেবল

বাংলা হান্ট ডেস্কঃ Viral Video- অন্ধ্রপ্রদেশের কর্তব্যরত কনস্টেবলের কাজের প্রতি দায়বদ্ধতা আর বুদ্ধি ও সততার এক মহিলার প্রাণ বেঁচে যায়। ৫৮ বছর বয়সী ওই মহিলা তিরুমালা মন্দিরে (Tirumala Temple) যাওয়ার সময় আচমকাই জ্ঞান হারান। কনস্টেবল মহিলাকে কাঁধে তুলে ছয় কিমি হেঁটে গোদাবরী জেলার হাসপাতালে নিয়ে যান। সেখানে তৎক্ষণাৎ চিকিৎসা পাওয়ার কারণে ওই মহিলা বেঁচে যান। এই ঘটনার ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়।

মহিলার হাই ব্লাড প্রেসারের সমস্যা ছিল আর সার্জারির কারণে পায়েও সমস্যা ছিল। তিনি অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দির (Tirumala Temple) যাচ্ছিলেন আর ১৮ কিমি দীর্ঘ রাস্তা চড়াই করার সময় আচমকাই অজ্ঞান হয়ে যান।

কনস্টেবল শেখ আরসাদ (Sheikh Arshad) সেখানে পৌঁছে ওই মহিলাকে কাঁধে তুলে নেন। আর দুর্গম রাস্তা দিয়ে ৬ কিমি পায়ে হেঁটে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান। মাঝে একটু দাঁড়িয়ে মহিলাকে ফলও খাওয়ান তিনি। ছয় কিমি রাস্তা অতিক্রম করার পর কনস্টেবল প্রাক্তন বিধায়কের গাড়ি করে ওই মহিলাকে হাসপাতালে পৌঁছে দেন।

কনস্টেবল শেখ আরসাদের এই কাজের প্রশংসা চারিদিকে হচ্ছে। অন্ধ্রপ্রদেশের শীর্ষ পুলিশ আধিকারিক গৌতম সোয়াং ওনার কাজের ভূয়সী প্রশংসা করেন। জানিয়ে দিই, তিরুমালা মন্দির উঁচু পাহাড়ে অবস্থিত। সেখানে যাওয়া তীর্থযাত্রীদের অনেক দুর্গম রাস্তা অতিক্রম করতে হবে।

Koushik Dutta

সম্পর্কিত খবর