ঠাণ্ডা বাড়বে নাকি কমবে? জেনে নিন বর্ষশেষে কেমন থাকবে আবহাওয়ার রিপোর্ট

বাংলাহান্ট ডেস্কঃ বর্ষশেষে বাড়ছে শীতের দাপট। শীতল আবহাওয়াকে (weather) সঙ্গী করেই আসবে নতুন বছর। বেলার দিকে খানিকটা শীতের কামড় কম অনুভূত হলেও, সকালের দিকে এবং রাতের দিকে বেশ ভালোই ঠাণ্ডা অনুভূত হচ্ছে। রাতের দিকে নামছে তাপমাত্রার পারদ।

আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আবার ওদিকে বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। হাওয়া অফিস আরও জানাচ্ছে, আবহাওয়ার পরিবর্তনের কারণে আন্দামান-নিকোবর দীপপুঞ্জে শনি এবং রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সমুদ্র উত্তাল থাকার কারণে দক্ষিণ-পূর্ব আরব সাগরে মৎসজীবিদের যেতে নিষেধ করা হয়েছে।

bvkbvbsbs

আজকের আবহাওয়া
শনিবার সকালে বেশ ঠাণ্ডা অনুভুত হচ্ছে। তাপমাত্রার পারদ কিছুটা চড়লেও, ঠাণ্ডার আমেজ কিন্তু বেশ রয়েছে। ঠাণ্ডার বেশ কামড়ও অনুভব করা যাচ্ছে। জাঁকিয়ে না হলেও, বেশ ভালোই ঠাণ্ডার প্রভাব পড়েছে। মানুষজন হালকা শীতবস্ত্র ছেড়ে গায়ে তুলে নিয়েছে ভারী মোটা শীতের পোশাক।

Odisha 710x400xt 1

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। আজকের দিনে কিছুটা হলেও কমেছে সর্বোচ্চ তাপমাত্রার পারদ। দিনের বেলায় খুব একটা ঠাণ্ডা অনুভূত না হলেও রাতের দিকে বেশ ঠাণ্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিদিনই। ঠাণ্ডার এই আমেজ চলবে সপ্তাহের শেষ অবধি এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

Smita Hari

সম্পর্কিত খবর