আমিশার সামনেই ‘কহো না পেয়ার হ্যায়’এর গানে নাচ বিমানকর্মীদের, আবেগে চোখে জল অভিনেত্রীর, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক:  নব্বইয়ের দশকে সুপারহিট বলিউড (bollywood) নায়িকাদের মধ্যে অবধারিত ভাবে আসবে আমিশা পটেলের (ameesha patel) নাম। কহো না পেয়ার হ্যায় (kaho na pyar hai) ছবিতে হৃতিক রোশনের বিপরীতে তাঁর অভিনয় সকলেরই মনে গেঁথে গিয়েছে।

এবার সেই ছবিরই সুপার ডুপার হিট টাইটেল ট্র‍্যাকে পা মেলালেন এক বিমান সংস্থার কর্মীরা। তাও আবার খোদ আমিশার সামনে। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে (video) দেখা যাচ্ছে একটি চেয়ারে বসে রয়েছেন আমিশা ও তাঁর সামনে কহো না পেয়ার হ‍্যায় গানে নাচছেন কয়েকজন বিমানকর্মী। তাও আবার একেবারে হৃতিক ও আমিশার নাচের ছন্দ মিলিয়েই।

1s
তাদের নাচতে দেখে চোখে জল এসে যায় আমিশার। অত‍্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তারপরেই চোখ মুছে নিজেই গিয়ে যোগ দেন তাদের সঙ্গে। ভিডিওটি এখন তুমুল ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CJLiywdgTaP/?igshid=sjp8wq5gttdq

কহো না পেয়ার হ‍্যায় ছবির মাধ‍্যমেই বলিউডে পা রাখেন হৃতিক ও আমিশা। সুপার ডুপার হিট হয়েছিল ছবির টাইটেল ট্র‍্যাক ও সমুদ্র সৈকতে হৃতিক আমিশা জুটির সেই আইকনিক নাচ। এরপরেই বলিউডে হিরো হিসাবে জায়গা করে নেন হৃতিক। তবে দীর্ঘদিন অভিনয় থেকে বিরতি নিয়েছেন আমিশা। কিন্তু সিনেপ্রেমীরা এখনও ভুলতে পারেনি এই অভিনেত্রীকে।

তবে অভিনয় জগৎকে বিদায় জানালেও সোশ্যাল মিডিয়াকে দিব্যি আপন করে নিয়েছেন তিনি। নেটদুনিয়ায় খুবই সক্রিয় থাকেন আমিশা। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে উঁকি মারলে ভালই স্পষ্ট হবে এই কথা। মাঝে মাঝেই সোশ্যাল হ্যান্ডেলে নানা ছবি, ভিডিও শেয়ার করেন আমিশা। নতুন ফটোশুট করলে সেই সব ছবিও ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

Niranjana Nag

সম্পর্কিত খবর