আবারও নিম্নগামী হচ্ছে পারদ, বর্ষবরণে কনকনে শীত পড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ক্রমশ বাড়ছে শীতের দাপট। আবহাওয়ার (weather) তাপমাত্রা খুব একটা না কমলেও, জাঁকিয়ে ঠাণ্ডার রেশ কিছু অনুভব করছে বাংলার মানুষ। পৌষের শীতে কাবু হয়ে পড়েছে বাংলার মানুষ। ভোরের দিকে হালকা কুয়াশা, সেই সঙ্গে রাতে ঠাণ্ডার কামড়- সবমিলিয়ে কনকনে ঠাণ্ডার মধ্যে দিয়ে দিন কাটছে বাংলার মানুষের।

আজকের আবহাওয়া
রবিবার সকালে বেশ ঠাণ্ডা অনুভুত হচ্ছে। তাপমাত্রার পারদ কিছুটা চড়লেও, ঠাণ্ডার আমেজ কিন্তু বেশ রয়েছে। ঠাণ্ডার বেশ কামড়ও অনুভব করা যাচ্ছে। বেশ ভালোই ঠাণ্ডার প্রভাব পড়েছে। মানুষজনের গায়ে বেশ ভারী মোটা শীতের পোশাকই দেখা যাচ্ছে।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। আজকের দিনে গতকালের তুলনায় ১ ডিগ্রি বেড়েছে তাপমাত্রার পারদ। ঠাণ্ডার এই আমেজ চলবে সপ্তাহের শেষ অবধি এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী ২৪ ঘন্টা বাংলার উত্তর এবং দক্ষিণের আবহাওয়ার কোন পরিবর্তন হবে, আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

ঘূর্ণাবর্তের সম্ভাবনা
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আবার ওদিকে বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। হাওয়া অফিস আরও জানাচ্ছে, আবহাওয়ার পরিবর্তনের কারণে আন্দামান-নিকোবর দীপপুঞ্জে শনি এবং রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সমুদ্র উত্তাল থাকার কারণে দক্ষিণ-পূর্ব আরব সাগরে মৎসজীবিদের যেতে নিষেধ করা হয়েছে।

X