ছেলেকে সান্তার সাজে সাজিয়ে ক্রিসমাস সেলিব্রেশন করছেন পান্ডিয়া, দেখুন ভাইরাল ছবি

বাংলা হান্ট ডেস্কঃ অস্ট্রেলিয়া বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে এসেছেন তারকা ভারত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। দেশে ফিরে এই মুহূর্তে তিনি নিজের স্ত্রী এবং সন্তানের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। দেশে ফিরে ফুরফুরে মেজাজে ক্রিসমাস সেলিব্রেশন করলেন নিজের পরিবারের সঙ্গে।

https://www.instagram.com/p/CJOWuK0lzup/?igshid=13envtpkkzsbc

সন্তান জন্মানোর পর সন্তানের মুখ দেখেই চার মাস দেশের বাইরে ছিলেন হার্দিক পান্ডিয়া। প্রথমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার জন্য সংযুক্ত আরব আমিরশাহী তারপর দুবাই থেকে সরাসরি তিনি উড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়া সফরে। সেখানে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলার পর দেশে ফিরে এসেছেন। এই চার মাস নিজের পরিবারের থেকে আলাদা ছিলেন হার্দিক পান্ডিয়া। পরিবার নিয়ে যাওয়ার সুযোগ থাকলেও করোনার জন্য তিনি নিজের পরিবারকে সঙ্গে নিয়ে যাননি।

https://www.instagram.com/p/CJOYhJtl40x/?igshid=snf44b1x04dn

আর তাই দীর্ঘদিন পর দেশে ফিরে ছুটির মেজাজে পাওয়া গেল হার্দিক পান্ডিয়াকে। নিজের স্ত্রী এবং পুত্র সন্তানের সঙ্গে ক্রিসমাস কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়া। এইদিন স্যোসাল মিডিয়ায় হার্দিক পান্ডিয়া দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে লাল পোশাক, মাথায় লাল টুপি এবং সাদা দাড়ি পড়ে নিজে সান্তাক্লস হয়েছেন হার্দিক পান্ডিয়া। সেই সঙ্গে নিজের সন্তানকেও সাজিয়েছেন তিনি। নিজের স্ত্রী ও সন্তানকে নিয়ে ইনস্টাগ্রামে একটি ফ্যামিলি ফটো দিয়েছেন হার্দিক পান্ডিয়া।

Udayan Biswas

সম্পর্কিত খবর