‘হিম্মত থাকলে নন্দীগ্রামে দাঁড়াক, আমি লড়ব ওঁর বিরুদ্ধে’, শুভেন্দুকে চ্যালেঞ্জ মদনের

বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক তর্জা তত বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমান সময়ে মদন মিত্র (madan mitra) বহুবার সংবাদ শিরনামে উঠে আসছেন। প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাজ্য সরকারের মন্ত্রীত্ব ত্যাগ করার পর মদন মিত্রকে পরিবহন ক্ষেত্রের বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন করে গুরু দায়িত্ব কাঁধে পেতেই শুভেন্দু অধিকারীকে নানা ভাষায় কটাক্ষ করলেন মদন মিত্র। পানিহাটিতে তৃণমূলের সভায় উপস্থিত হয়ে শনিবার দিন কড়া ভাষায় আক্রমণ করলেন নতুন বিজেপি সদস্য শুভেন্দু অধিকারীকে। সেইসঙ্গে চ্যালেঞ্জ করে বললেন, নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচনে লড়তে চান মদন মিত্র।

MADAN MITRA 1

এদিনের সভায় দাঁড়িয়ে মদন মিত্র হুঙ্কার দিয়ে বলেছিলেন,’ পরের জন্য যারা বাঁচে, তারা চিরকাল পরের জন্য লড়াই করবে। কিন্তু যারা নিজের জন্য বাঁচার চেষ্টা করে পালিয়ে যায়, তারা কিন্তু চিরকাল পলায়ন করে। কিন্তু মনে রাখবেন, যারা পলায়ন করল, তারা শুনতে পেল না রাতের অন্ধকারে একটা মিষ্টি আওয়াজ, পথিক তুমি কি পথ হারিয়েছে? এসো আমার সঙ্গে, আমি তোমাকে পথ দেখাব’।

তিনি আরও বলেন, ‘যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জী আর ভগবান আমার সামনে দাঁড়িয়ে বলে, এখনই বল যা চাইবে, তাই পাবে। কল্পতরু, যা চাইবে, তাই পাবে। তখন আমি একটাই কথা বলব- যেদিন চলে যাব, সেদিন একটা জোড়া ফুলের পতাকা যেন আমার গায়ে জড়ানো থাকে। ব্যাস আর কিছু চাই না’।

মঞ্চে দাঁড়িয়েই সরাসরি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়ে এদিন তিনি বলেন, ‘শুভেন্দু একটা কাগুজে বাঘ। ক্ষমতার অপব্যবহার করে হেলিকপ্টারে করে গিয়েছিল মুর্শিদাবাদ-মালদহে। দলকে কিছুই দেয়নি। ওঁর হিম্মত থাকলে নন্দীগ্রামে দাঁড়াক। আমিও পার্টি নেতৃত্বকে বলে ওঁর বিপক্ষে নন্দীগ্রামে দাঁড়াব’।

Smita Hari

সম্পর্কিত খবর