বছর শেষে ফের খারাপ খবর, প্রয়াত হলেন সুরকার এ আর রহমানের মা করিমা বেগম

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আবারো দুঃসংবাদ বলিউডে (bollywood)। প্রয়াত হলেন অস্কারজয়ী জনপ্রিয় সুরকার এ আর রহমানের (a r rahman) মা করিমা বেগম (kareema begum)। রহমান নিজেই সোশ‍্যাল মিডিয়ায় জানিয়েছেন এই খারাপ খবর। তবে তাঁর মায়ের মৃত‍্যুর কারণ এখনো জানা যায়নি।

প্রখ‍্যাত সুরকার আর কে শেখরের স্ত্রী ছিলেন করিমা বেগম। ১৯৭৬ সালে মারা যান তাঁর স্বামী। তারপর থেকে ছেলে রহমান ও তিন মেয়ে এ আর রেইহানা, ইশরত কাদরি ও ফাতিমা শেখরকে নিয়েই ছিল তাঁর সংসার। এর আগে নিজের দুই মেয়ে খতিজা ও রহিমার সঙ্গেও মায়ের ছবি শেয়ার করেছিলেন এ আর রহমান।


জানা গিয়েছে, সোমবারই সম্পন্ন হবে এ আর রহমানের মায়ের শেষকৃত‍্য। জানা গিয়েছে, মায়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন রহমান। ‘বন্দে মাতরম’ ছবির তাঁর গান ‘মা তুঝে সালাম’ নিয়ে বলতে গিয়েও মায়ের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি।

সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে এ আর রহমান জানান, মা তুঝে সালাম গানটি তৈরি করার সময় তিনি বেশ দ্বিধায় পড়েছিলেন আদৌ দেশাত্মবোধক গান হিট হবে কিনা। তারপর তিনি ভাবেন, নিজের মায়ের কথা ভেবেই গানটা গাইবেন তিনি। এভাবেই তৈরি হয়েছিল এই জনপ্রিয় গানটি।

https://www.instagram.com/p/ByCsA3rgpPP/?igshid=xxynkjub4p5s

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রয়াত হন টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী মেঘনা রায়। ‘জয় জয় সন্তোষী মা’ ছবিতে তাঁর অনবদ‍্য অভিনয় এখনো মানুষের মনে গেঁথে রয়েছে। গত বুধবার আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত‍্যু হয় মেঘনার। মৃত‍্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

গত এক বছর ধরেই বার্ধক‍্যজনিত নানা সমস‍্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। তিন বহুরানিয়া ও হাসরাতে ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল মেঘনাকে। টিভি ও বড়পর্দা ছাড়াও থিয়েটার জগতেও বেশ পরিচিত মুখ ছিলেন মেঘনা রায়। এমনকি গত ৮ ডিসেম্বরেও মেঘনার ৬৬ তম জন্মদিন পালন করে তাঁর পরিবার। তারপর আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন মেঘনা রায়।

সম্পর্কিত খবর

X