গুরু শুভেন্দুকে বিশ্বাসঘাতক আক্রমণে ক্ষুব্ধ, দল ছাড়লেন তৃণমূল ছাত্রপরিষদের সভানেত্রী

মেদিনীপুরকে (medinipur) বিশ্বাসঘাতকের জেলা বলায় আহত হয়েছেন, এমন অভিযোগ তুলেই দল ছাড়লেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের (tmcp) সভানেত্রী অন্বেষা জানা। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে চিঠি দিয়ে তিনি তার দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

Insult to Rabindranath, we will not give up: Mamata Banerjee

তিনি জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরের মেয়ে হয়ে তিনি বিশ্বাসঘাতক তকমা মেনে নিতে পারেন নি। তার আরো বক্তব্য, শুভেন্দু অধিকারীকে তিনি তার রাজনৈতিক গুরু বলে মানেন। তার আদর্শকেই তিনি তার পাথেয় করবেন৷ স্পষ্ট করে না বললেও, অন্বেষার গন্তব্য যে বিজেপি, তারই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।

জানিয়ে রাখি, বিজেপিতে যোগ দেওয়ার পর শক্তি পরীক্ষার জন্য ৭ তারিখ নন্দীগ্রামে সভা করবেন বলে ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার কথা ঘোষণা হওয়ার পর শুভেন্দু অধিকারী নিজের সভার দিন পরিবর্তন করেন। গত সপ্তাহে মেদিনীপুরের কাঁথির সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমাকে ঠেকাতে জোড়ায় জোড়ায় মন্ত্রী পাঠানো হচ্ছে। আর মন্ত্রীরা যখন পারছেন না, তখন মুখ্যমন্ত্রী নিজেই আসছেন।

আজ সকালেই জানা যায় ৭ জানুয়ারি শহীদ দিবসে নন্দীগ্রাম যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সভা বাতিল হতেই আলোড়ন ওঠে রাজ্য রাজনীতিতে। কেন এই সভা বাতিল, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। তৃণমূলের তরফে জানানো হয় এই সভার আয়োজক অখিল গিরি অসুস্থ হয়ে পড়ার কারনেই এই সভা বাতিল করা হয়েছে। যদিও সেই দাবি আদেও সত্য নয় বলে দাবি বিজেপির। তাদের বক্তব্য, পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বুঝতে পেরেই নন্দী গ্রামে সভা করছেন না তৃণমূল সুপ্রিমো।

 

 

 

সম্পর্কিত খবর