বছর শেষে হলিডে মুডে প্রিয়াঙ্কা, টপ-হটপ‍্যান্টে উষ্ণতার পারদ চড়ালেন সমুদ্রসৈকতে, ভাইরাল একগুচ্ছ ছবি

বাংলাহান্ট ডেস্ক: বাংলা ছবির জগতে প্রিয়াঙ্কা সরকার (priyanka sarkar) প্রবেশ করেছেন বেশ কিছুদিন হয়ে গেল। যখন ঢুকেছিলেন তখন খুবই কম বয়স ছিল। তারপর ধীরে ধীরে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে বেড়েছে অভিনয় দক্ষতাও। এখন তিনি রীতিমতো পরিণত একজন অভিনেত্রী।

টলিউডে যথেষ্ট পরিচিত মুখ প্রিয়াঙ্কা। তিনি নাকি ছবিও করেন খুব বেছেবুছে। জীবনে বেশ কিছু ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। বিচ্ছেদ হয়েছে বিবাহজীবনে। প্রিয় বন্ধুর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে উঠেছে অভিযোগও। তবে সেসব কোনও কিছুকেই পাত্তা দেননি অভিনেত্রী।

priyanka2
কেরিয়ার তো সুন্দর ভাবে গুছিয়ে নিয়েছেনই, সেই সঙ্গে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে প্রিয়াঙ্কার অনুরাগীর সংখ‍্যা। সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন তিনি। মাঝে মধ‍্যেই শেয়ার করেন ফটোশুটের ছবি। এবার ফের কিছু ছবি ভাইরাল হয়েছে অভিনেত্রীর।

https://www.instagram.com/p/CJN41YZj8Ml/?igshid=1ghgtfpqfzd3s

বছর শেষ হতে বাকি আর মাত্র দুদিন। নতুন বছর একেবারেই দোরগোড়ায়। এই সময় পুরো হলিডে মুডে রয়েছেন প্রিয়াঙ্কা। বছর শেষের আনন্দটা চুটিয়ে উপভোগ করতে তাই সমুদ্র সৈকতে গিয়ে পৌঁছেছেন তিনি। সাদা হটপ‍্যান্ট ও নীল টপে খোলা চুলে ক‍্যামেরাবন্দি হয়েছেন প্রিয়াঙ্কা। সৈকতের বালিতে বসে সমুদ্রের সৌন্দর্য্য উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে। চরম ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কার এই ছবিগুলি।

https://www.instagram.com/p/CJWEcrHj4te/?igshid=kwwscwinc310

এর আগে কালো স্লিভলেস ব্লাউজ ও লাল শাড়িতে ক‍্যামেরাবন্দি হয়েছিলেন প্রিয়াঙ্কা। ফটোশুটের মাঝে হাতে বইও তুলে নিয়েছেন। তবে তিনি নিজেই জানিয়েছেন পড়েননি কিছুই। শুধু বই হাতে নিয়ে পোজ দিয়েছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর