হায় গারমি! -৩৯ ডিগ্রি তাপমাত্রায় বিকিনি পার্টি, আগুনের গতিতে ভাইরাল ভিডিও

viral video: বঙ্গে ডিসেম্বরেই বেশ জমিয়ে ব্যাটিং শুরু করেছে শীত। ভারতের উত্তরে আরো জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। স্বাভাবিক ভাবেই এই ঠান্ডায় গরম জামাই আমাদের নিত্যসঙ্গী। কিন্তু এর থেকেও কয়েকগুণ হাড়কাঁপানো ঠান্ডায় একদল যুবক যুবতীর বিকিনি পার্টি হল ভাইরাল।

IMG 20201229 153148

রাশিয়ার সাইবেরিয়ায় শীতকালে তাপমাত্রা নেমে দাঁড়ায় অনেকটাই। এহেন তাপমাত্রায় টমস্ক শহরে বিকিনি পার্টি করতে দেখা গেল একদল যুবক যুবতীকে দেখা গেল বিকিনি পার্টি করতে। থার্মোমিটারে তাপমাত্রা তখন মাইনাস ৩৯ ডিগ্রি।

ভিডিও তে দেখা যায় বেশ কয়েকজন যুবক যুবতী বরফের মধ্যেই মেতেছেন এই পার্টিতে। তাদের পরনে শীত বস্ত্রের নাম মাত্র নেই। বিভিন্ন রঙের বিকিনি ও স্নানের পোশাক পরে প্রবল ঠান্ডায় তারা জমিয়ে নাচছেন পার্টিতে।

বলা বাহুল্য, সামাজিক মাধ্যমে পোস্ট হতেই আগুনের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিওটি৷ অনেকেই এই আচরণের নিন্দা করলেও নেটপাড়ার বাসিন্দাদের বেশিরভাগই তাদের সাহসের তারিফ করেছেন। দেখে নিন ভাইরাল হওয়া ভিডিওটি

https://www.instagram.com/p/CJR6jTfnLRZ/?igshid=dd5x82agej1o

সম্পর্কিত খবর