নতুন বছর শুরু করবেন একসঙ্গে, বিয়ের জল্পনার মাঝেই ‘প্রি হানিমুনে’ উড়ে গেলেন আলিয়া-রণবীর

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই আলিয়া ভাটের (alia bhatt) সঙ্গে বিয়ের (wedding) ব‍্যাপারে সিলমোহর দিয়ে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন রণবীর কাপুর (ranbir kapoor)। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি, এমনটাই জানিয়েছিলেন অভিনেতা। তবে এ বছর বিয়েটা না হলেও আলিয়ার সঙ্গে ভ‍্যাকেশনে (vacation) পাড়ি দিয়ে দিয়েছেন রণবীর।

বছর শেষ হতে বাকি আর দু দিন। এমন সময়েই আলিয়াকে সঙ্গে নিয়ে রণথম্বোরে ছুটি কাটাতে গেলেন রণবীর। সঙ্গে অবশ‍্য গিয়েছেন মা নীতু কাপুর, দিদি ঋদ্ধিমা কাপুর সাহনি, তাঁর স্বামী ও সন্তান। প্রাইভেট প্লেনে এদিন ভ‍্যাকেশনের জন‍্য উড়ে গেলেন রণবীর আলিয়া সহ বাকিরা। নতুন বছরের শুরুটাও রণথম্বোরেই কাটাবেন তাঁরা।

alia bhatt feature 1366x768 1

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়ার সঙ্গে বিয়ের ব‍্যাপারে রণবীর সবটাই খোলসা করেন। তিনি বলেন, “আমি কুনজর লাগাতে চাই না কিন্তু একথা বলতে পারি খুব শীঘ্রই আমার জীবনে সেই দিনটা আসতে চলেছে।” আলিয়ার ভূয়সী প্রশংসাও করেন রণবীর। তিনি জানান, আলিয়া সব কিছুই খুব ভাল পারেন। গিটার বাজানো থেকে চিত্রনাট‍্য লেখা সবেতেই তিনি পারদর্শী। তাঁর পাশে নিজেকে খুবই খাটো লাগে বলে জানান রণবীর।

 

এর আগে গোয়ায় ফুটবল ম‍্যাচ দেখার জন‍্য একসঙ্গে পাড়ি দেন দুজনে। ভাইরাল হয়েছিল সেই ছবি। চলতি ইন্ডিয়ান সুপার লিগে গোয়ায় মুম্বই সিটি FC ও জামশেদপুর FCর মধ‍্যে ম‍্যাচ হয়। বলিউডের বেশ কয়েকজন তারকাকে দেখা যায় সেই ম‍্যাচে। মুম্বই এর টিমকে সমর্থন করতে এদিন গ‍্যালারিতে উপস্থিত ছিলেন রণবীর ও আলিয়া। গ‍্যালারিতে দুজনের ছবিও শেয়ার করা হয় মুম্বই সিটি FCর ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে।

ছবিতে রণবীর ও আলিয়াকে একসঙ্গে গ‍্যালারিতে দাঁড়িয়ে ম‍্যাচ দেখতে দেখা যায়। দুজনের পরনেই ছিল মুম্বই টিমের জার্সি। মুখে ছিল মাস্ক। একসঙ্গে ক‍্যামেরার জন‍্য পোজও দেন রণবীর ও আলিয়া। নিজের ইনস্টা স্টোরিতেও মুম্বই এর টিমের জার্সি গায়ে সেলফি শেয়ার করেন আলিয়া।

প্রসঙ্গত, খুব শীঘ্রই বড়পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে। একত্রে তাঁরা অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করেছেন। তবে এখনো ছবির মুক্তির তারিখ জানানো হয়নি আনুষ্ঠানিক ভাবে।

Niranjana Nag

সম্পর্কিত খবর