নতুন বছরের শুরুতেই থাকছে প্রবল শৈত্যপ্রবাহের সম্ভাবনা, ৫ জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ আর মাত্র একদিন বাকি, তারপরই আসবে নতুন বছরের নতুন সকাল। নতুন বছর আসবে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্খা নিয়ে। কিন্তু আবহাওয়ার (weather) মনে হয় না কোন পরিবর্তন হবে। কারণ বর্ষশেষে প্রবল শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। ২০২০ যাওয়ার আগে শীতের মোক্ষম কামড়টা দিয়ে যেতে চাইছে।

আজকের আবহাওয়া
কদিন ধরে শুধু ঠাণ্ডার পারদ নেমেই যাচ্ছে। তাও এই ঠাণ্ডার মধ্যেই কিন্তু জমিয়ে হইহুল্লোড় করছে বঙ্গবাসী। শীতের সময় পিকনিক আর ভ্রমণ, করোনা আবহের মধ্যে কিছুটা কম থাকলেও, আবারও শুরু হয়ে গিয়েছে শীতকালীন ঘোরা ফেরা। তারউপর এবং বর্ষবরণের আরও একরাশ আনন্দের সময়। তাই ঠাণ্ডাকে উপেক্ষা করে বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে সকল মানুষজন।

bjbdjkbk

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা আকাশ থাকবে এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। তবে আজকে রাতের তাপমাত্রার বেশ কিছুটা কমতে পারে। বর্ষেশেষে লাফিয়ে নামছে তাপমাত্রার পারদও।

in delhi cold 1

শৈত্যপ্রবাহ এবং বৃষ্টির সম্ভাবনা
শীতের দাপ্টের মধ্যে আবার শৈত্যপ্রাবাহের সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ, উত্তর রাজস্থানে। পাশাপাশি জম্মু, কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা ও চণ্ডিগড়ে বজ্র বিদ্যুতসহ বৃষ্টিপাত হতে দেখা যেতে পারে। তবে ইতিমধ্যেই কাশ্মীরের ডাল লেক সহ বেশ কয়েকটি লেকের জল জমে বরফে পরিণত হয়েছে। অন্যরাজ্যের পাশাপাশি বাংলায়ও বেশকিছু জায়গায় শৈত্যপ্রবাহের আগাম সতর্কতার কথা জানান দিল আবহাওয়া অফিস। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়ায় রয়েছে প্রবল শৈত্যপ্রবাহের দরুন সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

Smita Hari

সম্পর্কিত খবর