শাহিনবাগে CAA-এর বিরুদ্ধে ধরনা প্রদর্শনে গুলি চালানো যুবক যোগ দিল বিজেপিতে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীর শাহিনবাগে CAA এর বিরুদ্ধে প্রদর্শনে গুলি চালানো যুবক কপিল গুর্জর বিজেপিতে যোগ দিল। জানিয়ে দিই, গাজিয়াবাদে বিজেপির স্থানীয় নেতার উপস্থিতিতে কপিল গুর্জর বিজেপির পতাকা হাতে তুলে নেয়। বিজেপিতে যোগ দিয়ে কপিল বলে, ভারতীয় জনতা পার্টিকে আরও মজবুত করার কাজ করবে সে।

মনে করিয়ে দিই, সিএএ-এর বিরুদ্ধে দেশজুড়ে চলা প্রদর্শনের সময় শাহিনবাগে ধরনা প্রদর্শন চলছিল। সেখানে কপিল গুর্জর গিয়ে হাওয়ায় ফায়ারিং করেছিল। এরপর পুলিশ কপিলকে গ্রেফতার করে নেয়। যদিও পরে জামিন প্যে যায় সে।

উল্লেখ্য, নাগরিকতা আইনের বিরুদ্ধে গোটা দেশেই বিরোধ প্রদর্শন হয়েছে। এর শুরু নর্থ ইস্ট দিল্লী, AMU আর দিল্লীর জামিয়া বিশ্ববিদ্যালয় থেকে হয়েছিল। সিএএ-এর বিরুদ্ধে প্রদর্শন দিল্লীতে ভয়াবহ দাঙ্গার আকারও নিয়ে নেয়।

নাগরিকতা আইন নিয়ে বিরোধী দল গুলো বিক্ষোভ দেখায়। কেন্দ্র সরকার জানিয়েছিল যে, বিরোধীরা ইচ্ছে করে এই আইনের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়াচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ‘সিএএ পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ থেকে ধার্মিক প্রতারিত হওয়া মানুষদের ভারতীয় নাগরিকতা দেবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ আর পারসিরা এর মাধ্যমে নাগরিকতা পাবে। এটি কোনও ভারতীয়র নাগরিকতা কাড়বে না।”

X