দুবাইয়ের সমুদ্র সৈকতে মনোকিনিতেই শীর্ষাসন করলেন মোনালি, মুহূর্তে ভাইরাল বাঙালি কন‍্যের ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রায়ই সোশ্যাল মিডিয়াতে নানা ছবি, ভিডিয়ো শেয়ার করেন মোনালি ঠাকুর (monali thakur)। এমনকি স্বামীর সঙ্গে ঘুরতে গেলে সেই ছবিও নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। এই মুহূর্তে মোনালির ফ্যান ফলোয়িং ২.২ মিলিয়ন। পাশাপাশি নিজের কেরিয়ারেরও শীর্ষে রয়েছেন এই বঙ্গকন্যা।

সম্প্রতি ফের কিছু নতুন ছবি শেয়ার করেছেন মোনালি। এই মুহূর্তে সপরিবারে দুবাইতে ছুটি কাটাচ্ছেন মোনালি। সেখান থেকেই অনুরাগীদের জন‍্য বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। দুবাইয়ের সমুদ্র সৈকতে মনোকিনি পরেই শীর্ষাসন করতে দেখা গিয়েছে তাঁকে।


নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন মোনালি। সেখানে দেখা যাচ্ছে মনোকিনি পরেই সৈকতের বালির উপর শীর্ষাসন করছেন তিনি। ক‍্যাপশনে গায়িকা লিখেছেন, ‘বালির জন‍্য এটা করা বেশ কঠিন ছিল কিন্তু তাও আমি করতে সক্ষম হয়েছি। আর ঠিক সেই সময়ে আমার দিদি ভিডিওটা বন্ধ করে দেয়।’

https://www.instagram.com/p/CJYQghclQ_H/?igshid=14bc6vozfjajg

https://www.instagram.com/p/CJX0EQ2FmM8/?igshid=mnoj9m3o2rjx

মনোকিনি পরে কোমরে হাত দিয়েও একটি ছবি শেয়ার করেছেন মোনালি। জল দেখে নিজেকে আটকে রাখতে পারেননি তিনি। তাই বডিস‍্যুটটিকেই মনোকিনিতে পরিণত করে নিয়েছেন বলে জানিয়েছেন গায়িকা। শুধু তাই নয়, স্কার্ট পরেও সমুদ্রের জলে নেমে গিয়েছেন মোনালি।

https://www.instagram.com/p/CJbDybYlHs9/?igshid=bem52ebay9ju

এর আগেই হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মোনালি ফাঁস করেন তাঁর বিয়ের খবর। জার্মান বয়ফ্রেন্ড মাইককে ২০১৭ সালেই বিয়ে করেন তিনি। তবে কোনও অনুষ্ঠান সেভাবে হয়নি। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছিলেন তিনি।

মোনালি আরও জানান, ২০১৬র খ্রীস্টমাসে মোনালিকে বিয়ের প্রস্তাব দেন মাইক। তাঁরা প্রথম যেখানে দেখা করেছিলেন, সেই গাছের তলায় ১০ ডিগ্রি ঠান্ডায় গায়িকাকে প্রোপোজ করেন মাইক। না করতে পারেননি মোনালি। এখন মাইকের পরিবারের সঙ্গে সুইজারল‍্যান্ডেই রয়েছেন তিনি।

X