ভারত সম্পর্কে বড় বার্তা দিলেন রাশিয়ান রাষ্ট্রপতি পুতিন, শীঘ্রই আসবেন ভারত সফরে

বাংলাহান্ট ডেস্কঃ ভারত (india)- রাশিয়ার (Russia) বন্ধুত্বের বিচ্ছেদ! একথা ভেবে যারা আনন্দ পেয়েছিলেন, নতুন বছরের শুরতেই বড় ঝটকা পেল সেই সকল দেশ। কারণ, নতুন বছরের শুভ সূচনার মুখেই রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন (Vladimir Putin) বেশ কয়েকটি বড় ঘোষণা করেছেন এবং সেইসঙ্গে বেশ কয়েকটি দেশকে নতুন বছরের শুভেচ্ছা বার্তাও দিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও। সেইসঙ্গে জানিয়েছেন, ফেলে আসা বছরের সকল প্রতিবন্ধকতা পেরিয়েও রাশিয়া এবং ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।

পুতিন জানিয়েছেন, ‘আমাদের এই দুই দেশ ব্যাপক রাজনীতিক সম্পর্কে জুড়ে আছে এবং বিভিন্ন ক্ষেত্রে সুসম্পর্ক বজায় রেখেছে। আশা করা যাচ্ছে আগামী সময়ে ভারত এবং রাশিয়া আরও বিভিন্ন বিষয়ে সমস্যা সমধানের জন্য একসঙ্গে কাজ করবে’।

fvvfbffn

রাশিয়ার রাষ্ট্রপতির এই ঘোষণা শোনার পর যে সকল দেশ যারা রাশিয়া এবং ভারতের বন্ধুত্বের সম্পর্কের ভাঙ্গনের অপেক্ষায় ছিল, তারা কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। রাশিয়ার রাষ্ট্রপতির এই ঘোষণায় ভারত এবং রাশিয়ার সম্পর্কের ফাটল আরও বৃহত করার চেষ্টায় নিয়োজিত চীন পেল এক বড় ঝটকা। এমনকি চীন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, করোনা ভাইরাসের কারণে রাশিয়া এবং ভারতের মধ্যেকার বার্ষিক বৈঠক স্থগিত রাখার কথা বলা হলেও, তাদের মধ্যেকার বিবাদের আগুন কখনই ছাই চাপা থাকবে না। দুই দেশের সিদ্ধান্তের মধ্যে প্রচুর অমিল রয়েছে এবং একে অপরের কূটনৈতিক বিষয়েও পৃথক পৃথক মত রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রপতির ভারত সম্পর্কিত ঘোষণায়, চীনের সকল ক্রিয়াকর্মে জল ঢেলে যায়। এমনকি এটাও শোনা গেছে, ২০২০ সালে পুতিনের স্থগিত থাকা ভারত সফর, ২০২১ সালের মাঝামাঝিতে বাস্তবরূপ পেতে চলেছে।

Smita Hari

সম্পর্কিত খবর