স্বাস্থ্য সাথী’র পর চোখের আলো, বিনামূল্যে ২০ লাখ ছানি অপারেশন ও ৮ লাখের বেশি চশমা দেওয়ার ঘোষণা মমতা ব্যানার্জির

কিছুদিন আগেই স্বাস্থ্য সাথী’র (swastha sathi) আওতায় বাংলার সমস্ত মানুষকে আনার কথা ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি (mamata Banerjee) । এবার ২০২৫ এর মধ্যে বাংলার সমস্ত মানুষ পাবেন চোখের সমস্যা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে চোখের আলো প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতায় বিনামূল্যে ২০ লাখ ছানি অপারেশন ও ৮ লাখ ২৫ হাজার চশমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

cm mamata didi

এই প্রকল্পের আওতায় সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা হবে। এমনকী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদেরও হবে চক্ষু পরীক্ষা। যাতে তাদের চোখের সমস্যা সম্পর্কে আগেভাগেই সতর্ক হতে পারে সরকার। ৩০০–র বেশি চোখের সার্জেন ও প্রায় ৪০০ জন অপটোমেট্রিস্ট যুক্ত থাকবেন এই প্রকল্পে। আগামী মঙ্গলবার থেকে ১২০০টি গ্রাম পঞ্চায়েত ও শহরের ১২০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই প্রকল্প চালু হচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, এই প্রকল্পের নামকরন ও লোগো দুইই তিনি করেছেন।

এর আগে, বাংলার সন মানুষকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নিয়েছিল রাজ্য সরকার। যারা কোনরকম স্বাস্থ্য বীমার সুযোগ পান না তাদের এই প্রকল্পের আওতায় ৫ লাখ টাকা পর্যন্ত বিমার সুবিধা দেওয়া হবে। তবে এই পাঁচ লাখ টাকা মাথাপিছু নয়, পরিবারপিছু।

স্বাস্থ্য সাথী কার্ড গৃহকর্ত্রীর নামে দেওয়া হয়। তবে পরিবারের সকলেই এই কার্ডের সুবিধা নিতে পারে। কারোর চিকিৎসার জন্য ৫ লাখ টাকা প্রয়োজন হলে সে একাই পুরো সুবিধা নিতে. ইতিমধ্যেই সেই অন্তর্ভুক্তি প্রায় শেষ হয়ে এসেছে

সম্পর্কিত খবর