বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই সোনু সূদের (sonu sood) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিল বৃহন্মুম্বই পুরসভা (BMC)। এক আবাসনকে বিনা প্রশাসনিক অনুমতিতে হোটেল বানিয়ে ফেলার অভিযোগ সোনুর বিরুদ্ধে তোলে BMC। এবার সেই অভিযোগকেই পালটা চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন সোনু।
BMCর নোটিসকে পালটা চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে আবেদনপত্র দাখিল করেছেন সোনু। তাঁর দাবি, তিনি BMCর কাছ থেকে অনুমতি চেয়েছিলেন। কিন্তু করোনা আবহে এখনো মেলেনি সেই অনুমতি। লকডাউনের সময় করোনা যোদ্ধাদের জন্যই ওই হোটেল বানিয়েছিলেন সোনু। অনুমতি না মিললে ফের হোটেলটিকে আবাসনে রূপান্তরিত করতে রাজি অভিনেতা।
আগামীকাল এই মামলার শুনানির তারিখ ধার্য হয়েছে। তবে এখনো পর্যন্ত সোনুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি মুম্বই পুলিস। সম্প্রতি ‘মহারাষ্ট্র রিজিয়ন অ্যান্ড টাউন প্ল্যানিং অ্যাক্ট’ (Maharashtra Region and Town Planning Act) এর আওতায় সোনুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে BMC।
অনুমতি ছাড়াই জুহুর একটি ছ তলা আবাসনের গঠন পরিবর্তন, বাড়ানো ও বদলানোর অভিযোগ আনা হয়েছে অভিনেতার বিরুদ্ধে। অপরদিকে সোনুর বক্তব্য, তিনি সবটাই BMCর অনুমতি নিয়েই করেছেন। এখন মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্টের অনুমতির জন্য অপেক্ষা করছেন তিনি।
উল্লেখ্য, ৪ জানুয়ারি সোমবার জুহুর পুলিস স্টেশনে সোনু সূদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে BMC। অভিযোগে বলা হয় অনুমতি ছাড়াই এ বি নায়ার রোডের শক্তি অ্যাপার্টমেন্টটি হোটেলে পরিণত করেছেন সোনু। শুধু তাই নয়, আবাসনটি সোনু নিজের পরিকল্পনা মতো আরো বাড়িয়েছেন বলেও অভিযোগ করা হয় BMCর তরফে। এর জন্য অভিনেতা প্রশাসনের কাছে কোনো অনুমতি নেননি।
BMC আরো জানায়, এই প্রসঙ্গে তারা নোটিস পাঠিয়েছিল সোনু সূদকে। কিন্তু তিনি পাত্তাও দেননি। বেআইনি নির্মাণ তিনি জারি রাখেন বলে অভিযোগ করে BMC। এরপরেই তারা বাধ্য হয় পুলিসে অভিযোগ দায়ের করতে।