শরীরী হিল্লোলে দুর্দান্ত নাচ মোনালিসার, ঠাকুরপোদের মনে ঝড় তুললেন ঝুমা বৌদি

বাংলা হান্ট ডেস্কঃ ভোজপুরি সিনেমার সুপারস্টার তথা বাংলার দুপুর ঠাকুরপো খ্যাত ঝুমা বৌদি (মোনালিসা Antara Biswas) প্রায় দিনই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আর ভিডিওর কারণে শিরোনামে উঠে আসেন। ওনার ফ্যানরাও অধীর আগ্রহে ওনার ছবি আর ভিডিও’র জন্য অপেক্ষা করে থাকে। এবার ওনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে চাইরাল হচ্ছে। ওই ভিডিওতে মোনালিসাকে পোল ড্যান্স করতে দেখা যাচ্ছে।

ভিডিওতে মোনালিসাকে ক্যাটরিনা কাইফের বিখ্যাত ‘কমলি কমলি” গানে কোমর দোলাতে দেখা যাচ্ছে। ওই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে মোনালিসা ক্যাপশন দেন, ‘কমলি কমলি ড্যান্স রিহার্সাল Bigg Boss 14। কিছু ভুল-ভাল করে প্র্যাকটিস।” এই ভিডিওতে মোনালিসার সাথে এক কোরিওগ্রাফারকে দেখা যাচ্ছে।

https://www.instagram.com/p/CKBAk2nFCz6/

মোনালিসা এই ড্যান্সের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভিডিওটি এখনো পর্যন্ত ১৪ হাজারের উপরে লাইক পেয়েছে। সবাই কমেন্টে মোনালিসার প্রশংসা করছেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর