বাংলা হান্ট ডেস্কঃ আজ ৭৩ তম সেনা দিবস। এই বিশেষ অবসরে বলিউড অভিনেতা অক্ষয় কুমার খিলাড়ি স্টাইলে আর্মি ডে সেলিব্রেট করেন। অক্ষয় ভারতীয় জওয়ানদের সাথে ময়দানে ভলিবল খেলেন। উনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। এর সাথে সাথে তিনি সেনা দিবসে ভারতীয় জওয়ানদের প্রণামও জানান।
অক্ষয় কুমারকে ওই ভিডিওতে ভলিবল খেলতে দেখা যাচ্ছে। উনি ক্যাপশনে লেখেন, ‘আজ সেনা দিবসের বিশেষ মুহূর্তে একটি ম্যারাথনকে সবুজ ঝাণ্ডা দেখানোর সময় বাহাদুর জওয়ানদের সাথে সাক্ষাৎ করে খুব খুশি আমি। নিজেকে ওয়ার্মআপ করার জন্য ভলিবলের থেকে ভালো কিছু বিকল্প নেই।”
https://www.instagram.com/p/CKDXdY1HqGL/
জানিয়ে দিই, ১৯৪৯ এ আজকের দিনে ভারতের শেষ ব্রিটিশ কম্যান্ডার ইন চীফ জেনারেল ফ্র্যান্সিস বুচরের জায়গায় তৎকালীন লেফটিনেন্ট কর্নেল এম করিয়প্পা ভারতীয় সেনার কম্যান্ডার ইন চীফ হয়েছিলেন। আর এই কারণে প্রতিবছর ১৫ জানুয়ারির দিন দেশে সেনা দিবস পালিত হয়। সেনা দিবসের অবসরে গোটা দেশ স্থল সেনার বীরতা, অদম্য সাহস, শৌর্য আর তাঁদের বলিদানকে স্মরণ করে।