সপ্তাহের শুরুতেই আরও সস্তা হল সোনার দাম, একবার ঘুরে দেখুন স্বর্ণ বাজার

বাংলাহান্ট ডেস্কঃ লাগাতার পতন ঘটে চলেছে স্বর্ণ বাজারে। সপ্তাহের প্রথম দিনে আবারও কমল সোনার দাম (gold price)। গতকালের পতনের পর আবারও নিম্নগামী সোনার গ্রাফ। বিয়ের অনুষ্ঠান ছাড়াও যে কোন শুভ কাজে সোনার গহনা অপরিহার্য একটি উপাদান। তবে অনেক সময় মানুষের বিপদে আপদেও ভরসা যোগায় এই গহনা। তাই এখনই যদি কম দামে কিছুটা সোনার গহনা কিনে রাখেন, তাহলে ভবিষ্যতে নানান কাজে ব্যবহার করতে পারবেন।

সোনার দামের এই ভারী পতন সোমবার সন্ধ্যে ৬ টা পর্যন্ত লক্ষ্য করা গেল। সোনার দামের এই পতন দেখে ইতিমধ্যেই তাই দোকানে দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

gold shopping 1

আজকের দিনে কলকাতায় ২২ ক্যারেট সোনার দামের (today’s gold price) গ্রাফ নেমে দাঁড়িয়েছে ৪৮৩৯০ টাকা প্রতি ১০ গ্রামে এবং প্রতি ১ গ্রামের দাম হচ্ছে ৪৮৩৯ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম হচ্ছে ৫১০৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৫১০৯ টাকা।

দিল্লীতে সবসময়ই কলকাতার থেকে বেশ কম থাকে সোনার দাম। আজ দিল্লীতে সোনার দাম ৪৭ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৭৬৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৭৬৫০ টাকা।

2017 10 06T172929Z 1 LYNXMPED951HM RTROPTP 3 INDIA GOLD JEWELLERS

অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি স্থানে। ১ গ্রাম সোনার আজকের দাম ৪৫৫০ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৫৫০০ টাকা।

silver 5

রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দাম কমলেও বেড়েছে রূপোর দাম। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৭০ টাকা এবং ১০ গ্রামের দাম ৭০০ টাকা।

Smita Hari

সম্পর্কিত খবর