‘দেশবাসীকে জবাব দিন নয়তো আমি আসছি আপনার বাড়ি’, সইফ আলি খানকে চ‍্যালেঞ্জ বিজেপি বিধায়কের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রথম থেকেই ওয়েব সিরিজ (web series) ‘তাণ্ডব’এর (tandav) বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে বিজেপি (bjp) বিধায়ক রাম কদমকে (ram kadam)। এই ওয়েব সিরিজ হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে এই অভিযোগ তুলে সমস্ত রাম ভক্ত ও শিব ভক্তদের ওয়েব সিরিজের অভিনেতা সইফ আলি খানের বাড়ির বাইরে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন।

টুইটে সইফের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি লিখেছেন, যখন তাণ্ডবের চিত্রনাট‍্য অভিনেতা পড়ছিলেন তখনি হিন্দু ধর্মের দেবদেবীদের প্রতি অবমাননাজনক বিষয়গুলি তাঁর নজরে এসেছিল নিশ্চয়ই্য তখন তিনি চুপ কেন ছিলেন? উনিও কি তাহলে এই বিষয়গুলিকে সমর্থন করেন?


বিজেপি বিধায়ক আরো লেখেন, ‘সইফ আলি খান আপনি দেশের একজন নামী শিল্পী। কিন্তু অতীতে আপনার দেওয়া কিছু বয়ান আজ এই প্রশ্নগুলো আপনার সামনে দাঁড় করিয়েছে। এবার আপনার বাড়িতে গিয়ে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। হয় দেশবাসীকে জবাব দিন নাহলে আমার স্বাগত জানানোর জন‍্য তৈরি থাকুন।’

প্রসঙ্গত, সম্প্রতি অ্যামাজন প্রাইমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক রাম কদম। এরপরেই সোশ‍্যাল মিডিয়ায় অ্যামাজন বয়কটের ডাক ওঠে। যাবতীয় বিক্ষোভ প্রত‍্যক্ষ করেই নিঃশর্ত ক্ষমা চান আলি আব্বাস জাফর।

টুইটে ক্ষমা প্রার্থনা করে তিনি লেখেন, এই ওয়েব সিরিজের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ এনেছেন নেটজনতার একাংশ। তবে এই ওয়েব সিরিজ একেবারেই কল্পনার উপর ভিত্তি করে তৈরি। শিল্পীদের কারোরই জীবিত বা মৃত কোনো ব‍্যক্তি, ধর্ম, সম্প্রদায় বা রাজনৈতিক দলের ভাবাবেগে আঘাত হানার কোনো উদ্দেশ‍্য ছিল না।

X