নেতাজির জন্মজয়ন্তীতে শ্যামবাজার থেকে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, শঙ্খ বাজিয়ে উলুধ্বনিতে কর্মসূচির সূচনা

বাংলা হান্ট ডেস্কঃ পরিকল্পনা ছাড়াই আজ সকালে আচমকাই এলগিন রোডে নেতাজির বাসভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির ১২৫ তম জন্মদিনে বাঙালি আবেগকে হাতিয়ার করে শাসক বিরোধী দুই দলই নেমেছে ময়দানে।

শ্যামবাজারে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যাওয়ার আগে আচমকাই নেতাজির বাসভবনে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, নেতাজিকে নিয়ে কারোর দয়া-দাক্ষিণের প্রয়োজন নেই। নেতাজিকে আবেগ দিয়ে অনুভব করতে হয়, ওনার মতো দেশপ্রেমী কম ছিল। আমি পরাক্রম মানে বুঝি না। আমি দেশ নায়ক বুঝি। রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিকে দেশ নায়ক বলে সম্বোধন করেছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবথেকে বড় দুঃখ হল, ওনার জন্মদিন কবে জানলেও মৃত্যুদিন কবে জানিনা। নেতাজি আমাদের আদর্শ, দর্শন, মন, কর্ম।

এরপর নেতাজির বাসভবন থেকে বেরিয়ে শ্যামবাজারে নির্ধারিত কর্মসূচি পালনের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানে শুরু হয়েছে পদযাত্রা।


Baisakhi Dutta

সম্পর্কিত খবর