বাংলাহান্ট ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতে (india) করোনা ভ্যাকসিনের গণটিকাকরণ শুরু হয়েছে। গত ১৬ ই জানুয়ারি থেকে ধাপে ধাপে এই টিকাকরণ শুরু হয়েছে। তবে টিকাকরণের কাজ শুরু হলেও, একটা বিষয় নিয়ে চিন্তায় পড়েছে ভারত সরকার। শহরাঞ্চলে এই টিকাকরণ করা সম্ভব হলেও, গ্রামাঞ্চলে কিভাবে টিকাদান করা যাবে?
কারণ, অন্যান্য ভ্যাকসিনের তুলনায় করোনা ভ্যাকসিনের প্রকৃতি কিছুটা অন্যরকম। এই টিকা অনেক নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। যার জন্য প্রয়োজন নিম্ন তাপমাত্রার রেফ্রিজারেটর (Low temperature refrigerator)। শুধু তাই নয়, এক জায়গা থেকে অন্য জায়গায় এই ভ্যাকসিন নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন রেফ্রিজারেটর ট্রাকেরও। আগামি সময়ে প্রচন্ড গরমের কিভাবে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যাবে এই ভ্যাকসিন তা নিয়ে কিছুটা চিন্তায় পড়ে গেছে সরকার।
তবে সরকারের এই চিন্তা দূর করতে পাশে দাঁড়াল টাটা মোটরস। সংবাদ সূত্রের খবর, দেশের দূর দূরান্তে এই করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় নিম্ন তাপমাত্রার ট্রাক এবং ভ্যান প্রস্তুত করার দায়িত্ব নিয়েছে এই টাটা মোটরস। ভারত সরকারের এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার প্রচেষ্টার পাশে দাঁড়াল টাটা মোটরস (Tata Motors)।
জানা গিয়েছে, করোনা ভ্যাকসিনের পরিমাণ, ওজন এবং প্রয়োজনীয় তাপমাত্রার উপর নির্ভর করেই এই ট্রাক বানিয়েছে টাটা মোটরস। আরও জানা গিয়েছে, বিশ্বের প্রথম সারির রেফ্রিজারেটর ডোর তৈরি করার কোম্পানির সঙ্গে টাই-আপ করেই এই ট্রাক এবং ভ্যান বানিয়েছে টাটা মোটরস। পাশাপাশি এর দামও অনেক কম। টাটা মোটরসের এই প্রচেষ্টার ফলে আত্মনির্ভর ভারত গড়ে তোলার দিকে আরও এক পদক্ষেপ এগিতে গেল ভারত।