বাংলাহান্ট ডেস্ক: হিন্দি (hindi) টেলিভিশনের (television) অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হল দ্য কপিল শর্মা শো (the kapil sharma show)। জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার (kapil sharma) উপস্থাপিত এই শো বেশ অনেকদিন ধরেই মানুষের মনোরঞ্জন করে চলেছে। মাঝে একবার চ্যানেল ও শোয়ের নাম পরিবর্তিত হলেও ফের নতুন রূপে ফিরে আসে কপিলের এই শো।
তবে সম্প্রতি এমন একটি খবর পাওয়া গিয়েছে যাতে মন ভেঙে গিয়েছে বহু দর্শকের। শোনা গিয়েছে, খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে দ্য কপিল শর্মা শো। প্রতি শনি ও রবিবার দর্শকদের প্রাণ খুলে হাসাতে টিভির পর্দায় হাজির হয় এই শো। তবে শোনা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যেতে চলেছে এই জনপ্রিয় শো। এমনটাই খবর মিলেছে।
তবে দর্শকদের বেশি নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ কপিল শর্মার এই শো কিছুদিনের জন্য বন্ধ থাকলেও ফের নতুন রূপে নতুন ভাবে ফিরতে চলেছে। অর্থাৎ বেশিদিন এই শো ছাড়া কাটাতে হবে না দর্শককে। কিছুদিনের জন্যই বন্ধ হতে চলেছে এই জনপ্রিয় শো। কয়েকদিন বাদেই ফের নয়া রূপে টিভির পর্দায় হাজির হবে কপিল শর্মার শো।
তবে শো বন্ধ হওয়ার বিষয়ে কিছুই এখনো জানাননি কপিল শর্মা ও চ্যানেল কর্তৃপক্ষ। করোনা আবহে বহু দর্শকই এখন আর উপস্থিত হতে পারে না কপিল শর্মার শো তে। তাই শোনা যাচ্ছে, এবার চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিজের শো কে নয়া রূপ দিতে চলেছেন কপিল। সেই কারণেই কিছুদিনের জন্য বন্ধ হচ্ছে এই শো।
প্রসঙ্গত, লকডাউনের জন্য দীর্ঘ চার মাস বন্ধ ছিল কপিল শর্মার শোয়ের শুটিং। ফের চার মাস পর শুরু হয় এই শোয়ের শুটিং। তবে যথেষ্ট নিরাপত্তা ও সতর্কতা অবলম্বন করেই করা হয়েছিল ছবির শুটিং। গত বছরের ১ লা আগস্ট ফের সম্প্রচার শুরু হয় এই জনপ্রিয় শোয়ের।