নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানের পর আবর্জনার স্তূপ ভিক্টোরিয়া চত্বর, বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন মিমি

বাংলাহান্ট ডেস্ক: নেতাজি (netaji) জন্মজয়ন্তীর অনুষ্ঠানের পর আবর্জনা ফেলে নোংরা করা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria memorial) চত্বর। এমনি অভিযোগ তুলে বিজেপির (bjp) বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের (tmc) অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (mimi chakraborty)। কেন্দ্রের শাসক দল হলেই কি ইচ্ছা মতো নিয়ম ভাঙা যায়? সপাটে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মিমি।

আসলে যারা নিয়মিত প্রাতঃভ্রমণ করেন, তাদের অন‍্যতম পছন্দের জায়গা ভিক্টোরিয়া মেমোরিয়াল। ২৩ জানুয়ারি ভিক্টোরিয়াতে নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠান হওয়ার পর দিন সকালেই প্রাতঃভ্রমণকারীরা অভিযোগ জানায়, ভিক্টোরিয়ায় যত্রতত্র আবর্জনা ফেলে রাখা হয়েছে। আগের দিন অনুষ্ঠানে অংশগ্রহণকারী জনতা যেখানে সেখানে ফেলে গিয়েছে খাবারের প‍্যাকেট, জলের প‍্যাকেট, নোংরা।

898403 mimi chakravarty self quarantine
এই বিষয়ে সংবাদ পত্রে প্রকাশিত একটি প্রতিবেদনের ছবি পোস্ট করে সোশ‍্যাল মিডিয়ায় গর্জে ওঠেন মিমি। তিনি লেখেন, ‘যখন একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তখন সেটা শেষ হয়ে যাওয়ার পর জাতীয় হেরিটেজকে পরিস্কার করার দায়িত্বটাও নেওয়া উচিত। এটাকে দায়িত্বশীল হওয়া বলে। আমি জানতাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে খাবারের প‍্যাকেট নিয়ে প্রবেশ করা যায় না। কিন্তু যেহেতু আপনারা আপনারাই তাই নিয়ম ভাঙা যায় বলুন?’

এখানেই ক্ষান্ত হননি মিমি। বিজেপিকে তীব্র কটাক্ষ করে তিনি আরো লেখেন, ‘সব সময় এটা পার্টি বা রাজনীতির ব‍্যাপার নয়। এটা সভ‍্যতারও ব‍্যাপার। এই নোংরা ফেলাটা আটকানো যেতো।’

 

প্রসঙ্গত, এদিন ভিক্টোরিয়ায় নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বক্তৃতা দিতে ওঠার আগে সভায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠে। ক্ষুব্ধ হয়ে বক্তৃতা না দিয়েই মঞ্চ ছাড়েন মুখ‍্যমন্ত্রী। এই প্রসঙ্গে মিমি বলেন, “এটি শুধু মাত্র মুখ‍্যমন্ত্রীর অপমান নয়। বাংলার ঐতিহ‍্যবাহী সম্পদকেও নষ্ট করেছে ওই অনুষ্ঠানে উপস্থিত জনতা।”

Niranjana Nag

সম্পর্কিত খবর