লক্ষ্মীবারে ডঃ দেবী শেঠীর তত্বাবধানে সৌরভের বুকে বসবে দুটি স্টেন্ট

বাংলা হান্ট ডেস্কঃ শেষ বার হাসপাতালে ভর্তি হওয়ার পর ছুটি পেয়েও একদিন হাসপাতালেই ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শেষে লক্ষ্মীবারে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তিনি। আর এবার সেই লক্ষ্মীবারেই সৌরভের বাকি দুটি স্টেন্ট বসবে ডঃ দেবী শেঠীর তত্বাবধানে। এছাড়াও সেই সময় উপস্থিত থাকবেন আরও তিনজন স্বনামধন্য ডাক্তার।

জানিয়ে রাখি, আবারও আজ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। অ্যাপোলোর ১৪২ নম্বর কেবিনে চিকিৎসক আফতাব খানের পর্যবেক্ষণে রয়েছেন মহারাজ। ওনার সাথে আজ হাসপাতালে দেখা করতে যান বৈশালী ডালমিয়া। তিনি হাসপাতাল থেকে বেরিয়ে এসে বলেন, মহারাজ ভালোই আছেন সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই ওনার চেক আপ চলছে। আরেকদিকে, বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গতকাল রাতে ওনার শরীরের সমস্যা দেখা দেয়। এরপর আজ আবারও অসুস্থ হয়ে পড়লে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পারিবারিক সুত্রে জানা গিয়েছে যে, তিনি গতকাল রাত থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন। এরপর আজ ব্যথ বাড়লে কোনও ঝুঁকি না নিয়ে ওনাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত ওনার অবস্থা স্থিতিশীল।

এর আগে এবছরের দ্বিতীয় দিনে শরীরচর্চার সময় আচমকাই মাথা ঘুরিয়ে পড়ে যান মহারাজ। সঙ্গে সঙ্গে বুকে ব্যথাও অনুভব করেন তিনি। এরপর ওনাকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়। প্রায় ১ সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। ওনার বুকে একটি স্টেন্ট বসানো হয়েছিল। এরপর ৭ জানুয়ারি তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। একমাস যেতে না যেতেই আবারও অসুস্থ হলেন মহারাজ।


Koushik Dutta

সম্পর্কিত খবর