বাংলাহান্ট ডেস্ক: টলিউড (tollywood) তথা নেটদুনিয়ার আনাচে কানাচে এখন কান পাতলেই শোনা যাবে নুসরত জাহান (nusrat jahan) ও নিখিল জৈনের (nikhil jain) বিয়ে ভাঙার গুঞ্জন। দীর্ঘদিন ধরে বন্ধুত্বের সম্পর্কে থাকার পর সম্প্রতি অভিনেতা যশ দাশগুপ্তর প্রেমে পড়েছেন নুসরত, এমন গুঞ্জনেও মুখরিত নেটমহল।
এমন অবস্থায় মুখে তেমন কিছু না বললেও নুসরত নিখিল দুজনেই ব্যস্ত যে যার কাজে। নিজের শুটিং নিয়েই রয়েছেন অভিনেত্রী। অপরদিকে একাই একটু শান্তির খোঁজে শহর ছেড়ে বেরিয়ে পড়েছেন নিখিল। তবে সোশ্যাল মিডিয়ায় দুজনেই বেশ সক্রিয় রয়েছেন। আর সেখানেই সম্প্রতি দেখা যায় এক বড় চমক।
নুসরতের বোন নুজহত জাহানের সঙ্গে ছবি শেয়ার করেন নিখিল। ছবিতে দেখা যায়, নুজহতের কাঁধে হাত দিয়ে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন নিখিল। ক্যাপশনে শুভকামনা জানান তিনি শ্যালিকাকে। এই পোস্ট ঘিরেও নানান প্রশ্ন উঠতে থাকে। হঠাৎ নুজহতের সঙ্গে ছবি কেন শেয়ার করলেন নিখিল? এত শুভ কামনা জানানোর ঘটাই বা কেন?
https://www.instagram.com/p/CKMuvE6Ln2D/?igshid=1wt9ugjktqtrt
সবের উত্তর নিজেই দিয়েছেন নিখিল। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি জানান, নুজহত কানাডায় যাচ্ছিলেন উচ্চশিক্ষার জন্য। নিখিলই তাঁকে দিল্লিতে ছাড়তে এসেছিলেন। তাই নতুন জীবনের জন্য শ্যালিকাকে শুভ কামনা জানিয়েছিলেন তিনি। নুসরত নিজেও সোশ্যাল মিডিয়ায় বোনের ছবি পোস্ট করে জানিয়েছেন তাঁকে এখন থেকেই বেশ মিস করছেন।
প্রসঙ্গত, নিখিল এখন হিমাচল ঘুরে একাই গিয়ে পৌঁছেছেন মুম্বই নিজের বোনের কাছে। নুসরতের সঙ্গে বিয়ে ভাঙার গুঞ্জন নিয়ে তাঁর বক্তব্য, বিয়েটা অত্যন্ত পবিত্র একটা বন্ধন। কারোরই উচিত না এটাকে কলঙ্কিত করার। সে বাইরের লোকই হোক বা ভেতরের। যশ ও নুসরতের সম্পর্ক নিয়েও এখনি তাঁর কিছু মন্তব্য করা শোভা পায় না বলেও জানান নিখিল।
শুধু তাই নয়, নিখিল আরো জানান তিনি মুক্ত ভাবনা চিন্তা করেন। কিন্তু নিজের পরিবার বা ভারতীয় সংষ্কৃতির বিষয়ে তিনি খুবই রক্ষণশীল। নিখিলের কথায়, “আমি শুধু ভালবাসা নিয়েই বাঁচতে চেয়েছি। সময়ের প্রয়োজনে যেটুকু দরকার সেটুকুই করতে চেয়েছি। সেটা আমার পরিবারের জন্যও।”