মুখের হাসি মেলানোর আগেই লক্ষ্মীবারে আবারও পড়ল সোনার দাম- দেখে নিন আজকের দর

বাংলাহান্ট ডেস্কঃ বিয়ের মরশুমে লাগাতার কমেই চলেছে সোনার দাম (gold price)। লক্ষ্মীবারে ফের আবারও একবার পতন ঘটল স্বর্ণ বাজারে। সোনার গহনা মানুষের নানারকম কাজে লাগে, তা সে বিয়ের কাজ হোক কিংবা অন্য কোন সাহায্য। সবকিছুতেই সোনার গুরুত্ব অপরিসীম।

gold shopping 1

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত সোনার দামের এই ভারী পতন লক্ষ্য করা গেল। সেইসঙ্গে উপছে পড়া ভিড় লক্ষ্য় করা গেল সোনার দোকানগুলোতেও।

কলকাতায় আজকের দিনে ২২ ক্যারেট সোনার দামের (today’s gold price) গ্রাফ নেমে দাঁড়িয়েছে ৪৮৪৮০ টাকা প্রতি ১০ গ্রামে এবং প্রতি ১ গ্রামের দাম হচ্ছে ৪৮৪৮ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম হচ্ছে ৫১০২০ টাকা এবং ১ গ্রামের দাম ৫১০২ টাকা।

khvvbbk

অন্যান্য দিনের মত আজও কলকাতার তুলনায় দিল্লীতে সোনার দাম বেশ খানিকটা কম রয়েছে। আজ দিল্লীতে সোনার দাম ৪৭ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৭৮০ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৭৮০০ টাকা।

অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি স্থানে। ১ গ্রাম সোনার আজকের দাম ৪৫৬৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৫৬৫০ টাকা।

antique silver bracelet

রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দামের সঙ্গে কমেছে রূপোর দামও। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৬৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৬০ টাকা।

Smita Hari

সম্পর্কিত খবর