মেয়ের ‘মুণ্ডন’ রীতি পালনে সপরিবারে তিরুপতি মন্দিরে কনীনিকা, ভাইরাল একগুচ্ছ ছবি

বাংলাহান্ট ডেস্ক: টলিউড (tollywood) তথা বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অন‍্যতম জনপ্রিয় মুখ কনীনিকা বন্দ‍্যোপাধ‍্যায় (koneenica banerjee)। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। কনীনিকার পাশাপাশি তাঁর ছোট্ট মেয়ে অন্তঃকরণাও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সোশ‍্যাল মিডিয়ায়। গত পুজোয় মায়ের সঙ্গে মিষ্টি মেয়ের ছবি (photo) দেখে মন ভরে গিয়েছিল নেটপাড়াবাসীর।

এবার ফের ভাইরাল (viral) হল কনীনিকা ও তাঁর মেয়ের বেশ কয়েকটি ছবি। স্বামী সুরজিৎ হরি ও মেয়েকে নিয়ে তিরুপতি বালাজির (tirupati balaji) মন্দিরে (temple) গিয়েছেন অভিনেত্রী। আসলে মেয়ের মুন্ডন (mundan) রীতি পালনের জন‍্যই তিরুপতির মন্দিরে গিয়েছেন তিনি।

IMG 20210128 210113
সাদা কেরালা কটন শাড়ি ও শাল গায়ে দিয়ে তিরুপতি বালাজি মন্দিরে ক‍্যামেরাবন্দি হন কনীনিকা। সুরজিতের পরনেও ছিল সাদা পাজামা পাঞ্জাবি। পাশাপাশি ছোট্ট মেয়েকেও সাদা কুর্তি ও সালোয়ার প‍্যান্ট পরিয়েছেন অভিনেত্রী। সঙ্গে সোয়েটার ও মাথায় টুপি।

https://www.instagram.com/p/CKjMeZDh-gO/?igshid=u6wk7lmorx5q

কখনো মেয়েকে কোলে নিয়ে আবার কখনো দুজনে মেয়ের দু হাত ধরে ক‍্যামেরার জন‍্য পোজ দেন কনীনিকা ও সুরজিৎ। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে সব কটি ছবি শেয়ার করেছেন কনীনিকা। মা মেয়ের মিষ্টি ছবি দেখে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা। সব ছবিই সোশ‍্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।

ছবি ছাড়া একটি ভিডিও শেয়ার করেছেন কনীনিকা। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি রিল ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা গিয়েছে মেয়েকে কোলে নিয়ে হাঁটছেন সুরজিৎ। ভিডিওটি শুট করেছেন কনীনিকা। তিরুপতি মন্দির ছাড়াও পদ্মাবতী মন্দির দর্শন করেন অভিনেত্রীরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর