স্ত্রী ছেলেকে নিয়ে পাহাড়ে পাড়ি জমালেন রাসমণির ‘গদাই ঠাকুর’, ভাইরাল হল একগুচ্ছ ছবি

বাংলাহান্ট ডেস্ক: জি বাংলার অন‍্যতম জনপ্রিয় সিরিয়াল (bengali serial) ‘করুণাময়ী রাণী রাসমণি’র (karunamoyee rani rasmoni) দৌলতে ‘গদাই ঠাকুর’ ওরফে সৌরভ সাহাকেও (sourav saha) সবাই চিনতে শুরু করেছেন। অভিনয় প্রতিভার যোগ‍্য সম্মান পেয়েছেন তিনি।

গদাধরের ভূমিকায় অনবদ‍্য অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন সৌরভ। দিতিপ্রিয়ার তুলনায় সৌরভ ইন্ডাস্ট্রিতে অনেক বেশি নতুন। কিন্তু ইতিমধ‍্যেই তাঁর অভিনয় প্রতিভা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। রানি রাসমণি সিরিয়ালের রামকৃষ্ণের প্রশংসাতেই ব‍্যস্ত সকলে।

IMG 20210129 132204

সৌরভের অভিনয় শৈলীর দৌলতেই যে সিরিয়ালের জনপ্রিয়তা অনেকাংশে বেড়েছে তা স্বীকার করছেন অনেকেই। ইতিমধ‍্যেই সৌরভের নামে বেশ কয়েকটি ফ‍্যানপেজও খোলা হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। অনুরাগীদের বক্তব‍্য, বহুদিন পর এমন প্রাণবন্ত অভিনয় দেখা গিয়েছে বাংলা সিরিয়ালে। শ্রীরামকৃষ্ণের চরিত্রটাকে সত‍্যিই অনবদ‍্য ভাবে ফুটিয়ে তুলেছেন সৌরভ।

https://www.instagram.com/p/CKla0-yhamP/?igshid=dkrodhwgnn8l

https://www.instagram.com/p/CKlslznBDKB/?igshid=q8ycv0g8qc4b

তবে পর্দার বাইরেও সৌরভের নিজস্ব জগৎ রয়েছে। আর সেই জগৎ জুড়ে রয়েছে তাঁর স্ত্রী সুস্মিতা মুখার্জি সাহা ও ছোট্ট পুত্র সন্তান। অভিনয়ের ফাঁকে পরিবারের জন‍্যও ঠিক সময় বের করে নেন তিনি। এবার শুটিং থেকে কিছুদিনের সময় বের করে পাহাড়ে ঘুরতে গিয়েছেন সৌরভ।

https://www.instagram.com/p/CKlwRT0lPgH/?igshid=1it19i1pakiv1

স্ত্রী সুস্মিতা ও ছোট্ট ছেলেকে নিয়ে উত্তর বঙ্গের শিটং ও যোগীঘাটে ঘুরতে গিয়েছেন গদাই ঠাকুর। সঙ্গে গিয়েছেন ‘হৃদে ঠাকুর’ও। আর ভ‍্যাকেশনের সেই সব ছবি সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সৌরভ ও সুস্মিতা‌। সব ছবি ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CKl23SZlVdZ/?igshid=1oj33ixsp8egp

এর আগে গত ডিসেম্বরে সৌরভ ও সুস্মিতার বিবাহবার্ষিকী এবং তাঁদের ছোট্ট ছেলের তিন বছরের জন্মদিন উপলক্ষে ঘরোয়া পার্টির আয়োজন করা হয়েছিল। একসঙ্গে কেক কাটতে দেখা গিয়েছিল সৌরভ ও সুস্মিতাকে। সেই সব ছবি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেছিলেন সুস্মিতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর