ঠোঁটের কোণে হাসির ঝলক মধ্যবিত্তের, লাগাতার কমেই চলেছে সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুর দিকে যেভাবে সোনার দামের (gold price) গ্রাম বৃদ্ধি পেয়েছিল, তা কিছুদিন ধরে আবারও নামতে শুরু করেছে। মাসে শেষের দিকে মধ্যবিত্তের মুখে আবারও হাসির ঝলক দেখা গেল। ক্রমাগত নেমেই চলেছে সোনার দামের গ্রাফ। বিয়ের মরশুমে আরও একবার নিম্নগামী সোনার দামের পারদ।

Gold 20170429

তবে চলতি সপ্তাহে সোনার দামের এই ওঠা নামা বেশ কয়েকবার লক্ষ্য করা গেলেও, শুক্রবার আবারও কমল সোনার দাম। বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দামের এই ভারী পতন লক্ষ্য করা গেল।

আজকের দিনে কলকাতায় গহনা সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমে দাঁড়িয়েছে- ৪৮৪৭০ টাকা এবং ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৮৪৭ টাকা।

দিল্লীতে এই গহনা সোনার আজকের দিনে ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৭৮০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭৮০ টাকা।

bkbnfbfb

উল্টোদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কলকাতায় দাঁড়িয়েছে ৫১০১০ টাকা এবং ১ গ্রামের দাম ৫১০১ টাকা।

দিল্লীতে রয়েছে ১০ গ্রামের দাম ৫২১৪০ টাকা এবং ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫২১৪ টাকা।

সোনার দামের রেট চার্ট দেখলে দেখা যায় কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায় আজকের দিনে দাম রয়েছে সবথেকে কম। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৫৬৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৬৫ টাকা।

silver 5

সোনার দামের পতন ঘটলেও আজকে কিন্তু রূপোর দাম বৃদ্ধি পেয়েছে। ১ গ্রামের দাম ৬৯.২০ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৯২ টাকা।

Smita Hari

সম্পর্কিত খবর