বাংলা হান্ট ডেস্কঃ রাজধানী দিল্লীর ঔরঙ্গজেব রোডে ইসরায়েলের দূতাবাসের বাইরে বড়সড় ধামাকা হয়। দিল্লী পুলিশ ব্লাস্টের খবর পেতেই স্পেশ্যাল টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘটনাস্থলে কয়েকটি গাড়ির কাঁচ ভাঙা পাওয়া যায়। এই ব্লাস্ট দূতাবাসের পাশের একটি বাংলোতে হয়েছে। এখনো পর্যন্ত কারোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে।
ব্লাস্টের খবর পাওয়া মাত্রই দমকলের তিনটি ইঞ্জিন সেখানে পৌঁছে যায়। দিল্লী পুলিশ অনুযায়ী এটি কম তীব্রতার ব্লাস্ট ছিল। কারোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি তিনটি গাড়ির ক্ষতি হয়েছে। পুলিশ এটি দুর্বৃত্তদের কাজ বলে জানিয়েছে।
দমকল বিভাগ জানায়, চার থেকে পাঁচটি গাড়ির কাঁচ ভেঙেছে। এই ব্লাস্ট ইসরায়েলের দূতাবাসের পাশে ৬ নম্বর বাংলোয় হয়েছে। ব্লাস্টের কারণ খুঁজতে দিল্লী পুলিশের স্পেশ্যাল টিম কাজে নেমে পড়েছে। এই ব্লাস্ট নিয়ে বিস্তৃত তথ্যের অপেক্ষায় রয়েছে সবাই। আপনাদের জানিয়ে দিই, গত বছর ডিসেম্বর মাসে গোয়েন্দা সংস্থা ভারতে বাস করা ইসরায়েলি নাগরিক চবদ হাউসে এবং তাঁদের উৎসবে হামলা হওয়ার আশঙ্কায় অ্যালার্ট জারি করেছিল।