ফের মৃত‍্যু সংবাদ বলিউডে, প্রয়াত হলেন শরমন যোশীর বাবা অভিনেতা অরবিন্দ যোশী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের শোকের ছায়া বলিউডে (bollywood)। প্রয়াত (death) হলেন অভিনেতা শরমন যোশীর (Sherman joshi) বাবা বর্ষীয়ান গুজরাতি অভিনেতা অরবিন্দ যোশী (arvind joshi)। আজ শুক্রবার সকালে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

এখনো পর্যন্ত শরমন যোশীর পরিবারের তরফে বর্ষীয়ান অভিনেতার প্রয়াণের কোনো আনুষ্ঠানিক সংবাদ দেওয়া হয়নি। তবে প্রয়াত অরবিন্দ যোশীর শ‍্যালিকা সরিতা যোশী সংবাদ মাধ‍্যমকে জানান তাঁর মৃত‍্যু সংবাদ। তিনি জানান, বার্ধক‍্যজনিত সমস‍্যা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। শুক্রবার সকালে ঘুমের মধ‍্যেই মৃত‍্যু হয়েছে তাঁর।


শোকপ্রকাশ করে টুইট করেছেন অভিনেতা পরেশ রাওয়াল। তিনি লিখেছেন, ‘ভারতীয় থিয়েটারে অপূরণীয় ক্ষতি। প্রখ‍্যাত অভিনেতা শ্রী অরবিন্দ যোশীকে গভীর বেদনার সঙ্গে বিদায় জানাই। একজন কিংবদন্তি, বহুমুখী অভিনেতা, সম্পন্ন নাট‍্যাভিনেতা, ওঁর কাজের সম্পর্কে এই শব্দগুলোই মনে আসে। শরমন যোশী ও তাঁর পরিবারকে আমার সমবেদনা জানাই। ওম শান্তি।’

গুজরাতি অভিনয় ইন্ডাস্ট্রিতে যথেষ্ট পরিচিত নাম ছিলেন অরবিন্দ যোশী। বহু গুজরাতি নাটকে অভিনয় করেছেন তিনি। বলিউডি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। ‘শোলে’, ‘ইত্তেফাক’, ‘অপমান কি আগ’ এর মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অরবিন্দ যোশীকে।

X