দিল্লীতে ব্লাস্টের পর হাই এলার্ট জারি উত্তরপ্রদেশে! সক্রিয় NSA অজিত দোভাল

নিউ দিল্লীতে ইজরায়েল দূতাবাসের কাছে ধামকা হয়েছে। যদিও এই ধামকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অবশ্য এই ধামাকায় বেশকিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইজরায়েল এটাকে আতঙ্কবাদী হামলা বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে ভারত জানিয়েছেন যে দোষীদের ছাড়া হবে না। বিস্ফোরণের পর মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ বেশকিছু রাজ্যে সুরক্ষা ব্যাবস্থা কড়া করে দেওয়া হয়েছে।

বিস্ফোরনের পর পুলিশের স্পেশাল টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে যে বিস্ফোরণ ফুটপাতে হয়েছে। বিস্ফোরণ বিকেল ৫ টে ৫ মিনিটে হয়েছে। এতে ৪-৫ টি গাড়ির কাঁচ ভেঙেছে। বিস্ফোরণের কারন খোঁজার জন্য তদন্ত শুরু হয়েছে।

ব্লাস্টের খবর পাওয়া মাত্রই দমকলের তিনটি ইঞ্জিন সেখানে পৌঁছে যায়। দিল্লী পুলিশ অনুযায়ী এটি কম তীব্রতার ব্লাস্ট ছিল। কারোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি তিনটি গাড়ির ক্ষতি হয়েছে। পুলিশ এটি দুর্বৃত্তদের কাজ বলে জানিয়েছে।

এর মধ্যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইজরায়েলের বিদেশমন্ত্রীর সাথে কথা বলেছেন। এস জয়শঙ্কর বলেছেন, এই ঘটনাকে গম্ভীরতার সাথে নিচ্ছি। উনি বলেছেন, আমরা ইজরায়েলের দূতাবাসে থাকা রাজনৈতিকদের সুরক্ষার আশ্বাস দিচ্ছি।

জাতীয় সুরক্ষা উপদেষ্টা NSA অজিত দোভাল সক্রিয় রয়েছেন। অজিত দোভাল ইজরায়েলের NSA এর সাথে কথা বলেছেন। ইজরায়েলের তরফে বলা হয়েছে যে তারা দিল্লীর উপর ভরসা করে। জানিয়ে দি, বিস্ফোরণের পর পুরো উত্তরপ্রদেশ জুড়ে হাই এলার্ট জারি করা হয়েছে। বিশেষ করে অযোধ্যার সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর