বাংলা হান্ট ডেস্কঃ অমিত শাহের বাংলা সফর বাতিল হয়েছে। তবে হাওড়ার ডুমুরজলায় বিজেপির যোগদান মেলা হিসেবে যেই সভার আয়োজন করা হয়েছিল সেটি হবেই, তা আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই সভায় অমিত শাহ উপস্থিত না থাকতে পারলেও উপস্থিত থাকবেন কেন্দ্রের কোনও বড় মাপের নেতা। ওই সভায় উপস্থিত থাকা নিয়ে যাদের নাম উঠছে তাঁরা হলেন, যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা, রাজনাথ সিং।
তবে ঠিক কে আসছেন, সেটা এখন বলা না গেলেও আজ রাতের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। অমিত শাহের যোগদান মেলায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়ার যোগ দেওয়ার কথা ছিল। এছাড়াও হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী এবং কোন্নগরের বর্তমান বিধায়ক প্রবীর ঘোষালেরও অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু অমিত শাহ সেদিন যোগদান মেলায় থাকতে পারছেন না।
অমিত শাহ আসছে না তাতে কি? ওনার হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার জন্য রওনা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া, তৃণমূলের বর্তমান বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী এবং অভিনেতা রুদ্রনীল।
এরা সবাই আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথে একই বিমানে করে দিল্লী যাচ্ছেন। অমিত শাহের হাত ধরে একসঙ্গে সবাই বিজেপিতে যোগ দেবেন।