আপাদমস্তক ঢেকে মাঝ রাতে মেয়েকে নিয়ে বিমানবন্দরে শাহরুখ, ছবি তুলতে মানা পাপারাৎজিকে

বাংলাহান্ট ডেস্ক: মাঝ রাতে মেয়ে সুহানা খানকে (suhana khan) নিয়ে বিমানবন্দরে এলেন শাহরুখ খান (shahrukh khan)। জ‍্যাকেট, টুপি, মাস্কে আপাদমস্তক ঢেকে প্রকাশ‍্যে আসেন তিনি। এমনকি কিং খানের নিরাপত্তারক্ষীরাও ছবি তুলতে মানা করেন পাপারাৎজিকে। সেই ভিডিও (video) এখন ভাইরাল (viral) সোশ‍্যাল মিডিয়ায়।

একটি নতুন লাল বিলাসবহুল গাড়িতে বিমানবন্দরে এসে পৌঁছান শাহরুখ ও সুহানা। জ‍্যাকেট, মাথায় টুপি পরে এদিন দেখা গেল কিং খানকে। লম্বা চুল টুপি দিয়ে ঢেকে রেখেছিলেন তিনি। পাপারাৎজির ডাকে সুহানা মুখ ফিরিয়ে চাইলেও মুখ ফেরাতে দেখা যায়নি শাহরুখকে। বরং তাঁর নিরাপত্তারক্ষীরা পাপারাৎজিকে বলে ফ্ল‍্যাশ জালিয়ে শাহরুখের ছবি না তুলতে।

875937 shahrukhkhan birthday movies
মুম্বইয়ে বাবা মায়ের সঙ্গে কিছুদিন ছুটি কাটিয়ে ফের নিউ ইয়র্ক কলেজে ফিরে যাচ্ছেন সুহানা। তাই মেয়েকে বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন শাহরুখ। দীর্ঘদিন পর ‘পাঠান’ ছবির হাত ধরে ফের বলিউডে পা রাখছেন কিং খান। ইতিমধ‍্যেই তাঁর লম্বা চুলের হেয়ারস্টাইল ভাইরাল হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। তাই বাড়তি সতর্কতার জন‍্যই ছবি তোলা বারণ বলে মনে করছেন নেটিজেনরা।

https://www.instagram.com/p/CKo1mTrHamj/?igshid=j830sm047hmm

সম্প্রতি দিল্লিতে একটি নতুন বাড়ি কিনেছেন শাহরুখ। সেই বাড়ি সাজানোর ছবি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেন গৌরী খান। উল্লেখ‍্য, মন্নত ছাড়াও দুবাই, নিউ ইয়র্ক ও আলিবাগেও বাড়ি রয়েছে কিং খানের। সেই তালিকায় যোগ হল শাহরুখের দিল্লির এই বাড়ি। আলিবাগের বাংলো বরুন ধাওয়ানের বিয়ের সময় অতিথিদের বিশ্রাম নেওয়ার জন‍্য খুলে দিয়েছিলেন তিনি।

https://www.instagram.com/p/CIPrn8ona6y/?igshid=19f7crshmxzl

প্রসঙ্গত, পাঠান ছবি দিয়েই ফের বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। নায়িকার চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন। জানা গিয়েছে, যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উপলক্ষে যে ছবিগুলি দেখানো হবে তার মধ‍্যে এই ছবিটিও রয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর