বাংলা হান্ট ডেস্কঃ অমিত শাহের ডাকে চাটার্ড বিমানে করে কলকাতা থেকে দিল্লী উড়ে গিয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ নেতারা। আজ দিল্লীতে সরাসরি অমিত শাহের বাসভবনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন ওনারা।
আজ যারা যারা দিল্লীতে গেছেন তাঁরা হলেন … রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া, তৃণমূলের কোন্নগরের বর্তমান বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী এবং নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়।
বাংলার এই নেতাদের নিজের বাসভবনে স্বাগত জানান অমিত শাহ। তাঁদের সাথে বৈঠকও সেরে নেন স্বরাষ্ট্র মন্ত্রী। এছাড়াও আজ অমিত শাহের বাসভবনে আছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় এবং বিজেপির মহাসচিব কৈলাস বিজয়বর্গীয়।
আজ অমিত শাহের বাড়িতেই বিজেপিতে যোগ দেন তৃণমূলের বিক্ষুব্ধরা। তবে আগামীকাল হাওড়ার ডুমুরজলা থেকে তাঁরা আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেবেন বলে জানা গিয়েছে।