কাঁধ ছাপানো লম্বা চুলের ‘swag’, নেটদুনিয়ায় ভাইরাল শাহরুখের ‘পাঠান’ ছবির অ্যাকশন ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘদিন পর ফের বলিউডে (bollywood) কামব‍্যাক করছেন শাহরুখ খান (shahrukh khan)। ‘পাঠান’ (pathan) ছবির হাত ধরেই ফের বলিউডে ফিরছেন তিনি। ২০১৮ সালে ‘জিরো’ ছবির ভরাডুবির পর অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন শাহরুখ। অবশেষে দীর্ঘদিন পর ফিরছেন তিনি।

এই মুহূর্তে পাঠান নিয়ে উত্তেজনার অন্ত নেই শাহরুখ ভক্তদের মধ‍্যে। ইতিমধ‍্যেই শাহরুখের পাঠান লুক ভাইরাল (viral) হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। লম্বা চুলে কিং খানের ছবি তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এবার ভাইরাল হল পাঠান ছবির শুটিংয়ের একটি ভিডিও (video)।

Shahrukh Khan sad 1
ভিডিওতে দেখা গিয়েছে, একটি জিপ গাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ‌। স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁর কাঁধ ছাপানো লম্বা চুল। বেশ বোঝা যাচ্ছে কোনো অ্যাকশন দৃশ‍্যের শুটিং চলছে। এছাড়াও অ্যাকশন দৃশ‍্যের কয়েকটি ছবিও সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় মাঝ রাতে একটি নতুন লাল বিলাসবহুল গাড়িতে বিমানবন্দরে এসে পৌঁছান শাহরুখ ও সুহানা। জ‍্যাকেট, মাথায় টুপি পরে এদিন দেখা যায় কিং খানকে। লম্বা চুল টুপি দিয়ে ঢেকে রেখেছিলেন তিনি। পাপারাৎজির ডাকে সুহানা মুখ ফিরিয়ে চাইলেও মুখ ফেরাতে দেখা যায়নি শাহরুখকে। বরং তাঁর নিরাপত্তারক্ষীরা পাপারাৎজিকে বলে ফ্ল‍্যাশ জালিয়ে শাহরুখের ছবি না তুলতে।

https://twitter.com/SrkRamzan2/status/1354527836103602180?s=19

মুম্বইয়ে বাবা মায়ের সঙ্গে কিছুদিন ছুটি কাটিয়ে ফের নিউ ইয়র্ক কলেজে ফিরে যাচ্ছেন সুহানা। তাই মেয়েকে বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন শাহরুখ। দীর্ঘদিন পর ‘পাঠান’ ছবির হাত ধরে ফের বলিউডে পা রাখছেন কিং খান। ইতিমধ‍্যেই তাঁর লম্বা চুলের হেয়ারস্টাইল ভাইরাল হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। তাই বাড়তি সতর্কতার জন‍্যই ছবি তোলা বারণ বলে মনে করছেন নেটিজেনরা।

https://twitter.com/I_AM_DEBESH/status/1354529902955909121?s=19

প্রসঙ্গত, পাঠান ছবি দিয়েই ফের বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। নায়িকার চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন। জানা গিয়েছে, যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উপলক্ষে যে ছবিগুলি দেখানো হবে তার মধ‍্যে এই ছবিটিও রয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর